অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা
যেসব পুলিশ এখনো কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘১৮৭ জনের মতো পুলিশ সদস্য অনুপস্থিত ছিল। এরপর মনে হয় আর কেউ যোগদান করেন নি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তারা অপরাধী হিসেবে গণ্য হবে।’
পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ সংস্কারের কাজ আজ ১লা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। সংস্কারের কাজটা আমি করছি না। এ জন্য আলাদা কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।’
সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সহিংসতা নিয়ে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি হওয়ার পরে ইউপিডিএফ হাতিয়ার সমর্পণ করেনি। জনসংহতি সমিতি (জেএসএস) কেবল হাতিয়ার সমর্পণ করেছিল। ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা আছে। অন্যান্য যারা আছে তাদের মধ্যেও ঝামেলা আছে। তারা সবাই মিলেমিশে কীভাবে থাকতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। অনেক সময় তারা বাইরে থেকেও কিছু অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছেন। ওটা যাতে না পায় সেটার ব্যবস্থা করতে হবে।’
আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আশা করছি-এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন ও ভালো হবে।’
পূজার ছুটি তিনদিন করার দাবি নিয়ে কোনো কথা আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এমনকি পূজার তিনদিন ছুটি করা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। এটা আমার আওতার মধ্যে পড়ে না।’
It's too little, too late!
সবাইকে ধৈর্য ধরতে হবে। - রেজোয়ান হোসেন।
আর কত বার তাদের বিরুদ্বে ব্যাবস্থা নিবেন এর চেয়ে ভাল হয় আপনি নিজেই চলে যান
স্যার যারা ডিউটিতে আছে তারা ঠিকমতো দায়িত্ব পালন করতেছে না! তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন তা ঘোষণা করুন।এবং ব্যবস্থা নিন!
স্বরাষ্ট্র উপদেষ্টার পিছনে এর কারা? উনার পিছন থেকে ফটোসেশন করার কি দরকার।
Apnr kotha sune amader sobar hasi lage. sara desh janjote nakal. R apnr konoi sara nei. Apne ki ghume achen naki??? Kopale onek onek kosto ache bole dilam.
এ সরকার আওয়ামী চেতনার সরকার। এদের কর্মকান্ড দেখে মনে হচ্ছে এরা আওয়ামীলীগকে পুনর্বাসন না করা পর্যন্ত নির্বাচন দিবে না। সংস্কারের যে সব কথা বলতেছে, তা শুধুই সময় পার করার একটা কৌশল।
তুমি তো অস্ত্র হাতে রেখেও যথাযথ কাজ করতে পারনি। এখন করবে কীভাবে?
আপনাদের কিছু করার ক্ষমতা নাই। জনগণ আপনাদের মানে না, কথা বলা ছাড়া আপনাদের কোন ক্ষমতা নেই। তাই ১৮৭ জন ভালো করে যানে আপনাদের দৌড় কতোখানি। যাক ৯-৫ অফিস করেন, মাস শেষে বেতন নেন। এই হলো আপনাদের ক্ষমতা।