প্রবাস
আগামী নির্বাচনে বিএনপিকে জনগণই ক্ষমতায় আনবে
মালদ্বীপ প্রতিনিধি
(২ সপ্তাহ আগে) ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৭:২০ অপরাহ্ন
বিএনপি জনগণের হৃদয়ের মনিকোটায় স্থান করে নিতে চায়। আর জনগণই তারুণ্যের অহংকার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। আগামী নির্বাচনে আমরা বাংলাদেশের জনগণের মেন্ডেট নিয়ে ইনশাআল্লাহ ক্ষমতায় আসবো- সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: ইয়াছিন আলী একথা বলেন।
২০ই সেপ্টেম্বর রাজধানী মালের স্হানীয় একটি হোটেলে মালদ্বীপ সেচ্ছাসেবক দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: ইয়াছিন আলী। অনুষ্ঠানের সভাপতি করেন, মোহাম্মদ মাসুম মুন্না, আহ্বায়ক জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মালদ্বীপ। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি'র সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো: নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো: বাবুল হোসেন, মো: এমরান হোসেন তালুকদার, মো: ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক অনিক, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, নুরনবী মানিক - সদস্য সচিব জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মালদ্বীপ, মোঃ হারুনুর, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আব্দুল কাদের সিকদার।
প্রধান অতিথি মালদ্বীপ বিএনপি প্রশংসা করে আরো বলেন, রাজনীতিকে কলুষমুক্ত করতে বিএনপিকেই নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। পরাজিত শক্তি দেশের এই অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে। আমরা যাতে কেউ এ ফাঁদে না পড়ি সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান তার বক্তব্য বলেন, বিএনপি আর্তমানবতার সেবায় এবং জনগণের কল্যাণে রাজনীতি করে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস বিএনপির অভিধানে নেই। এসব অওয়ামী রাজনীতির সংস্কৃতি।
আওয়ামী লীগ সরকার যে কতটা ভালো ছিল তা আস্তে আস্তে বুঝ ব্যান্ড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটি রোড মডেলরোড মডেল