খেলা
ফিফা র্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারফিফা র্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ পেছালো বাংলাদেশ। গতকাল সর্বশেষ হালনাগাদে ১৮৪ থেকে ১৮৬-তে নেমে গেছে হাভিয়ের কাবরেরার দল। র্যাঙ্কিংয়ে উন্নতির আশায় সেপ্টেম্বর উন্ডোতে ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচ খেললেও লাভ হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ ১-০ গোলে জিতলেও পরের ম্যাচ হেরে যায় একই ব্যবধানে। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে তিন নম্বর পটে থাকার আশা করলেও সেটা এখন আর সম্ভব নয়। বাংলাদেশের সঙ্গে খেলার পর দুই ধাপ অবনমন হয়েছে ভুটানেরও। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮৪ নম্বরে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ১২৬, মালদ্বীপ ১৬৩ ও নেপাল আছে ১৭৬ নম্বরে। পাকিস্তান ১৯৭ ও শ্রীলঙ্কা ২০০।
র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। সবার ওপরে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।