দেশ বিদেশ
৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারদেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১২ (১) ধারা অনুযায়ী নিয়োগ দেয়া হয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি’র দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার। তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে। তাদেরকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয় সেইসঙ্গে উল্লেখ করা হয় প্রেসিডেন্ট ও চ্যান্সেলর যেকোনো সময় তাদের নিয়োগ বাতিল করতে পারেন।