বিনোদন
অক্টোবরে কুসুম শিকদারের ‘শরতের জবা’
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারঅভিনয়ের বাইরেও কুসুম শিকদারের নানা পরিচয় রয়েছে। মডেল, গায়িকা, এমনকি লেখক হিসেবেও পাওয়া গেছে তাকে। এরইমধ্যে নির্মাতার খাতায়ও নাম লিখিয়েছেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’ ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি টিজার, ট্রেলার ও মুক্তির তারিখও এরইমধ্যে ঘোষণা হয়ে যাওয়ার কথা। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিষয়গুলো পিছিয়েছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে কুসুম আসছেন। অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি দেবেন কুসুম। এরইমধ্যে শুরু করেছেন প্রচারণার কাজও। তিনি বলেন, অনেক যত্ন করে সিনেমাটি বানিয়েছি। চাইলেই তিন মাসে নির্মাণ করতে পারতাম। প্রায় এক বছর সময় নিয়ে তৈরি করেছি। আমি চাইছিলাম, আমার প্রথম সিনেমাটি দর্শক দেখুক। এ কারণে একটি উৎসবের সময় খুঁজছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপূজার উৎসবে অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এটি দর্শক দেখতে পাবেন। এদিকে বুধবার ছবির পোস্টার প্রকাশ করেছেন তিনি। আর আজই চ্যানেল আই ও আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে তার ছবির টিজার। এ অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থে ‘শরতের জবা’ নামে একটি ছোট গল্প আছে। সেই গল্প থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে। শুধু প্রযোজনাই নয়, সিনেমার চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন কুসুম। সিনেমার পুরো শুটিং হয়েছে নড়াইলে। ছবিতে কুসুমের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।