বিনোদন
নতুন ঠিকানায় তারা
বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারক’দিন আগেই রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের সংসারে নতুন সদস্য এসেছে। মেয়ে হয়েছে তারকা দম্পতির। এবার কন্যাকে নিয়ে নতুন ঠিকানায় যাচ্ছেন এ দম্পতি। বান্দ্রায় একটি আলিশান ফ্ল্যাট কিনেছেন তারা। সাগর রেশম আবাসনের ১৫ তলায় অবস্থিত এই ফ্ল্যাট কিনতে ১৭ কোটি ৮০ লাখ রুপি খরচ হয়েছে তাদের। ফ্ল্যাটটির প্রতি বর্গফুটের দাম ৯৬,৪০০ টাকা।