বিনোদন
ভক্তের কাণ্ড!
বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারলন্ডনে অরিজিৎ সিংয়ের কনসার্টে এক আবেগময় মুহূর্ত ধরা পড়লো ক্যামেরায়। গান গাওয়ার সময় আরতি ক্ষেত্রপাল নামের এক ভক্ত মঞ্চে দাঁড়িয়ে হঠাৎই কাঁদতে শুরু করেন। অরিজিৎ তাকে সান্ত্বনা দিতে পারফরম্যান্স মাঝপথে থামিয়ে দেন এবং ‘লাপাতা লেডিজ’-এর ‘সজনি’ গানটি গেয়ে তাকে সান্ত্বনা দেন। পরে ইশারায় তাকে চোখের জল মুছতে বলেন।