ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

ভারত

পান্নুনকে খুনের চেষ্টার মামলা, ভারত সরকারকে সমন পাঠালো মার্কিন আদালত

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৮ অপরাহ্ন

খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা গুরুপতবন্ত সিং পান্নুনের দায়ের করা মামলায় ভারত সরকারকে সমন পাঠাল আমেরিকার একটি আদালত।  দক্ষিণ নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্ট এই মামলায় সমন পাঠিয়েছে ভারত সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রাক্তন ‘র’ প্রধান সমন্ত গোয়েল, ‘র’ এজেন্ট বিক্রম যাদব এবং ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তার নামে। ২১ দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত নভেম্বরে নিখিলকে প্রাথমিক ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল আমেরিকার আদালতে। গত বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হয়েছিলেন নিখিল। আমেরিকার অভিযোগ, পন্নুনকে খুন করতে একজন খুনিকে নিয়োগ করেছিলেন নিখিল।

এর জন্য হত্যাকারীকে অগ্রিম পনেরো হাজার ডলারও দেন তিনি। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই নিউ ইয়র্কে এনে তাকে বিচারের কাঠগড়ায় তোলে। ২০২৩ সাল থেকে চেক প্রজাতন্ত্রের জেলে বন্দি ছিলেন তিনি। তার বিরুদ্ধে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় মামলা দায়ের হয়েছে আমেরিকার আদালতে। 

ভারত সরকারের একটি এজেন্সির আধিকারিকের নির্দেশেই নাকি নিখিল এই কাজ করেন। আমেরিকার ওই দাবির পর স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয় ভারতে। নিখিলকে সব রকম আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করে মোদী সরকার। একাধিক বার ভারতীয় কূটনীতিকেরা দেখাও করেন নিখিলের সঙ্গে। এদিকে এই সমন প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র বলেন, “যখন এই বিষয়টি প্রথমবার আমাদের নজরে আসে, তখনই ব্যবস্থা নিয়েছি। একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে (এই বিষয়ে)। এটি সম্পূর্ণ অযৌক্তিক একটি মামলা।” পান্নুনের অতীত সবার জানা। একটি নিষিদ্ধ সংঠনের সদস্য। এই বছরের মে মাসে ভারতের বিদেশ মন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর বলেছিলেন যে ভারত বিষয়টি তদন্ত করছে, তবে ভারত-মার্কিন সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে না বলে তিনি আশাবাদী। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেছিলেন -'মার্কিন যুক্তরাষ্ট্র সরল বিশ্বাসে কিছু তথ্য আমাদের নজরে এনেছে কারণ আমরা এটা বিশ্বাস করি যে কিছু ক্ষেত্রে এর প্রভাব আমাদের নিজস্ব সিস্টেমেও পড়তে পারে। 'ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি এনডিটিভিকে বলেছেন যে এই বিষয়টি ভারত-মার্কিন সম্পর্ককে প্রভাবিত করবে না। উল্লেখ্য, ২০২০ সালেই গুরুপতবন্ত সিং পান্নুনকে জঙ্গি ঘোষণা করে দিল্লি।

সূত্র : এনডিটিভি

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status