ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

টঙ্গিবাড়ীতে মাদকের সাম্রাজ্য গড়েছিলেন এমিলি

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারmzamin

এমিলি পারভিন। টঙ্গিবাড়ী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। টঙ্গিবাড়ীর মূর্তিমান আতঙ্ক ছিলেন ওই নারী। শুধু ইয়াবা সেবন নয়, রয়েছে মাদক ব্যবসার অভিযোগও। ক্ষমতাকে কাজে লাগিয়ে মাদকের সাম্রাজ্য গড়েছিলেন এই নেত্রী। সংঘবদ্ধ ইয়াবাসেবী এই নারী দেহ ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে একাধিক পুরুষের সঙ্গে একটি কক্ষে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রমাণ মেলে। অভিযোগ রয়েছে- মন্ত্রী-এমপি, এমনকি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীদের নারীর প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে স্বার্থ হাসিল করতেন এমিলি। বাগিয়ে নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পদও। পরিবারের বিভিন্ন সদস্যের নামে কোম্পানি খুলে ব্যাংকের টাকা লুটের ঘটনায়ও জড়িত তিনি। এ ছাড়া অবৈধ হুন্ডি ব্যবসা, বিদেশে টাকা পাচারসহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। নারী ও মাদক ব্যবসা করে গড়েছেন সম্পদের পাহাড়। নিজ এলাকায় গড়ে তুলেছেন মাদকের বিশাল সাম্রাজ্য। গড়েছেন কিশোর গ্যাং। এ ছাড়া ত্রাসের রাজত্ব কায়েমে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, নিরীহ মানুষের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের এই মহিলা ভাইস চেয়ারম্যান এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। তার এই বিশাল সাম্রাজ্য দেখাশোনা করেন ছেলে হৃদয়। বেশ কয়েক বছর আগে রাজধানীর বাড্ডা থানায় মাদকসহ গ্রেপ্তারও হন তিনি।
২০২৩ সালের এমিলি পারভীনের মুন্সীগঞ্জের আস্তানার ১ মিনিট ৪৭ সেকেন্ড এর একটি গোপন ভিডিও প্রকাশিত হয়। এতে দেখা যায়- বিশাল ইয়াবার চালান তার লোকজন দিয়ে দেখভাল করছেন। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা সবাই এমিলি পারভীনের ব্যবসায় জড়িত। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বাড়িটি ছাত্র-জনতা আগুন ধরিয়ে দেন। এরপর থেকে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status