খেলা
৫৫ বছর পর ঘরের মাঠে হারলো লিভারপুল
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে শুরুটা ভালো ছিল লিভারপুলের। তবে টানা তিন জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না আর্না স্লটের দল। চতুর্থ ম্যাচে এসে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হেরেছে অ্যানফিল্ডের দলটি। এই হারে ফিরে এলো ৫৫ বছর আগের স্মৃতি। সর্বশেষ ১৯৬৯ সালে ঘরের মাঠে নটিংহ্যামের বিপক্ষে হারে লিভারপুল। শনিবার রাতের ম্যাচে হারের পর লিভারপুল কোচ বলেন, ‘ঘরের মাঠে হারাটা বড় ধাক্কা।’ এই ম্যাচে নটিংহ্যামের জয়ের নায়ক ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোই। দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল লিভারপুল। গোলের জন্য তারা শটও নেয় বেশি। ৭০ শতাংশ সময় বল রেখে ১৪ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখে তারা। নটিংহ্যাম পাঁচ শটের তিনটি লক্ষ্যে রেখে একটি জালে জড়ায়।
একের পর এক আক্রমণে নটিংহ্যামের রক্ষণে ভীতি ছড়ানো লিভারপুল প্রথমার্ধে গোল আদায় করে নিতে পারেনি। সেই অর্থে নটিংহ্যাম বলতে গেলে কোনো সুযোগই পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান মোহাম্মদ সালাহ। তবে এবারো মিস। নটিংহ্যাম মোক্ষম সুযোগটি পায় ম্যাচের ৭২তম মিনিটে। অ্যান্থনি এলাঙ্গার চমৎকার পাস পেয়ে লিভারপুলের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন হাডসন-ওডোই। বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল। ফলে মৌসুমের প্রথম হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে। ম্যাচে হারের পর লিভারপুল কোচ বলেন, ‘আমাদের বলের দখল ছিল ভালো। কিন্তু মাত্র তিনটি বা চারটির বেশি সুযোগ তৈরি করতে পারিনি। আপনার কাছে বল দখলে থাকাটা যথেষ্ট নয়।’ ডাচ্ এই কোচ আরও বলেন, ‘আপনি যদি ঘরের মাঠে হেরে যান তবে এটি একটি ধাক্কা, বিশেষ করে যদি আপনি এমন কোনো দলের মুখোমুখি হন যারা সাধারণত শীর্ষে থাকে না। সুতরাং আপনি যদি তাদের বিরুদ্ধে হারেন তবে এটি বড় হতাশার কারণ হয়ে দাঁড়ায়।’ এই হারে ৪ ম?্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে নটিংহ্যাম।