খেলা
তামিমকে নিয়ে বিসিবি সভাপতির পাল্টা প্রশ্ন, 'অবসর নিয়েছে নাকি ও?'
স্পোর্টস রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। জাতীয় দলের বাইরে থেকেও তামিমের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে সেখানে। এর সঙ্গে যোগ হয় তামিমের বোর্ড পরিচালক হওয়ার গুঞ্জন।
আজ এ নিয়ে ফারুক আহমেদকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আপাতত খেলোয়াড়। অবসর নিয়েছে নাকি ও?’
তিনি বলেন, ‘তামিম এসেছিল। আপনারা জানেন প্রেসিডেন্ট হওয়ার পরে খেলোয়াড়দের সঙ্গে ওরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো ওরা এসেছিল দেখা করার জন্য। আর দ্বিতীয় হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে, লীগগুলো, বিপিএল এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে ঠিকভাবে করতে পারি। ’