খেলা
নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৪:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নেবেন না সাবেক ফুটবলার ও বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিযোগিতা করবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’
কাজী সালাউদ্দিন চার মেয়াদে বাফুফের সভাপতি হয়েছেন এবং ১৬ বছর দেশের ফুটবল তার হাতে ছিল।
তিনি দায়িত্ব পালনের বিষয়ে বলেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।’
কয়েক দিন আগে তিনি আবার নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর পরিস্থিতি বিবেচনায় নিজের পুরোনো অবস্থান থেকে সরে এসেছেন বাফুফের এই সভাপতি। সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, পারিবারিক চাপের কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দেশের ফুটবলের বারোটা বাজানোর জন্য কাজি সালাউদ্দিনকে আইনের আওতায় আনা হোক
এই সালাউদ্দীন হাসিনার দোসর
এই বোধদয় হতে এতো সময় লাগল!
চার মেয়াদে উনি ফুটবলের জন্য কি করেছেন??
হায় হায়! তা হলে ফুটবলের কি হবে?
উনি আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। সবাই সাবধান।
শালাউদ্দিনকে সকল অপকর্মের জন্য বিচারের আওতায় আনা উচিত।