খেলা
চিরকুট ব্যান্ডের গান দিয়ে ফিফার রিলস
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ২:৪৭ অপরাহ্ন
আজ শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। এ উপলক্ষ্যে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ একটি রিলস তৈরী করেছে। সেই রিলসে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানটি ব্যবহৃত হয়েছে। শুক্রবার ভিডিওটি আপলোড দেওয়ার পর থেকেই হুমড়ি খেয়ে পড়েছেন বাংলাদেশের নেটিজেনরা।
শনিবার থেকে শুরু হতে যাওয়া ফুটসাল বিশ্বকাপে অংশ নিচ্ছে ২৪ দেশ। দেশগুলোর পতাকা দিয়ে এই রিলস বানানো হয়। ভিডিওটির ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’ তবে ভিডিওটি কাস্টম করে দেওয়া।
ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি। নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেন, ‘ছোটবেলা থেকে ফুটবল ভালোবাসি। ফিফা সারা পৃথিবীতে ফুটবলের ব্যাপারটা দেখে থাকে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের যাদুর শহর। ভালো লেগেছে।’
ফিফার অফিসিয়াল পেজে বাংলাদেশি ব্যান্ডের গান দেখে অনেকেই বেশ খুশি। কমেন্টে তারা ফুটসাল বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন। শনিবার দুপুর পর্যন্ত এই রিলস পছন্দ করেছেন ৫২ হাজার মানুষ। কমেন্ট হয়েছে ৬ হাজার। ৫ হাজার বার শেয়ারও হয়েছে।
ফিফা ফুটসালে বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে। র্যাঙ্কিংয়ের ১ নম্বরে আছে ব্রাজিল এবং ৪ নম্বরে আর্জেন্টিনা। এশিয়া থেকে ইরান ও জাপান যথাক্রমে ৮ ও ৯ নম্বরে আছে। এবারের বিশ্বকাপ হচ্ছে এশিয়ার দেশ উজবেকিস্তানে। ৬ই অক্টোবর পর্দা নামবে এবারের আসরের। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। পর্তুগিজরা ২০২১ সালে তৎকালীন চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা হাতে নেয়।