ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

আন্দোলনে হতাহতদের তালিকা

সরজমিন যাচাই-বাছাইয়ে ৮ সদস্যের কমিটি গঠন, আজকের মধ্যে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবারmzamin

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইকরণের নিমিত্ত মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। মাঠপর্যায় থেকে উক্ত তালিকা সরজমিন যাচাই-বাছাই করার লক্ষ্যে জেলা প্রশাসককে সভাপতি ও সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে সদস্য সচিব করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আজ ১৪ই সেপ্টেম্বরের মধ্যে প্রেরিত তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা https.aforma.gle/f5nLXK4QfbRuma?) এ লিংকে এবং তালিকার স্বাক্ষরিত হার্ড কপি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর পাঠাতে জরুরি নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত অতি জরুরি এক চিঠিতে এ কথা  জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সামপ্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে শহীদ ও আহতদের একটি খসড়া তালিকা ডাটাবেজ এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণয়ন করা হয়েছে। বর্ণিত শহীদদের তালিকা পূর্ণাঙ্গ করার জন্য সরজমিন মাঠপর্যায়ে যাচাই করা বিশেষ প্রয়োজন। বর্ণিতাবস্থায়, মাঠপর্যায় হতে উক্ত তালিকা সরজমিন যাচাই-বাছাই করার লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা যেতে পারে: ১. জেলা প্রশাসক, সভাপতি ২. পুলিশ সুপার, সদস্য ৩. পরিচালক/তত্ত্বাবধায়ক, মেডিকেল কলেজ/জেলা সদর হাসপাতাল, সদস্য ৪. উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা) সদস্য ৫. উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সদস্য ৬. বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক (২ জন) সদস্য, ৭. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদস্য ৮. সিভিল সার্জন, সংশ্লিষ্ট জেলা, সদস্য সচিব করা হয়েছে।
কার্যপরিধি: ১. ছাত্র-জনতার গণঅভ্যুথানে প্রতিটি জেলার শহীদ ও আহতদের তালিকা সরজমিন যাচাই-বাছাইকরণ; ২. প্রেরিত তালিকায় কোনো তথ্য অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ থাকলে তা সঠিককরণ; ৩. ভুল তথ্য পাওয়া গেলে তা বাতিল করার সুপারিশকরণ; ৪. তালিকা বহির্ভূত কোনো শহীদ এবং তার পক্ষে সঠিক তথ্য পাওয়া গেলে তা বিদ্যমান তালিকায় অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ; ৫. আজ ১৪/০৯/২০২৪ তারিখের মধ্যে প্রেরিত তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা
https.aforma.gle/f5nLXK4QfbRuma?) এ লিংকে এবং তালিকার স্বাক্ষরিত হার্ড কপি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর প্রেরণ করতে হবে; ৬. উক্ত কার্যক্রমে ফোকাল পার্সন হিসেবে (১) উম্মে হাবিবা, উপসচিব, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগ, মোবাইল: ০১৭৩২-৬০৯৮৪৬ এবং (২) মো. নিকারুজ্জামান, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, মোবাইল: ০১৭৭০-০০৬৫৭১ সার্বিক সহযোগিতা প্রদান করবেন; ৭. তালিকায় কেবলমাত্র গণঅভ্যুত্থানের পক্ষে শহীদ ও আহতদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
এমতাবস্থায়, প্রস্তাবিত জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটি চূড়ান্তকরণসহ নির্ভুল তালিকা প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করার কথা চিঠিতে বলা হয়েছে।

 

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status