বাংলারজমিন
ফেঞ্চুগঞ্জে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবারফেঞ্চুগঞ্জে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার বিকালে লাশ দুইটি উদ্ধার করা হয়। উপজেলার কটালপুর কোনাপাড়া গ্রামে নিজ বসতঘরে রেখা বেগম (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা কেউ বলতে পারছে না। ফেঞ্চুগঞ্জ থানার এসআই অসীত রঞ্জন দেব জানান, গৃহবধূর লাশ তার নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এ সময় নিহতের শশুর-শাশুড়িকে পাওয়া গেলেও স্বামী অলিদ আহমেদকে পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে বলে তিনি জানান। অপরদিকে গতকাল বিকালে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর মল্লিকপুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে মৃতের পরিচয় পাওয়া যায়নি। ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ আতাউর রহমান মানবজমিনকে জানান, অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। কিন্তু লাশের পরিচয় পাওয়া যায়নি।