ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

প্রবাস

হাসিনা আমলে নির্যাতিত ডাক্তার মুক্তার আলী বিএনপি নেতাকর্মীদের ভালোবাসা সিক্ত হলেন

মালদ্বীপ প্রতিনিধি

(৪ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:৩৫ অপরাহ্ন

mzamin

বিগত স্বৈরাচার সরকারের নির্যাতনের শিকার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মুক্তার আলী লস্কর মালদ্বীপ বিএনপির নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন।  স্বৈরাচার সরকারের দুঃশাসনের সময় ওএসডি করা হয় তাকে। রেহাই পায়নি তার সহধর্মিনী মিসেস জেবাউন নাহারও।  দুইজনেই ঢাকা পিজি হাসপাতালে কর্মরত ছিলেন।

একপর্যায়ে জীবন বাঁচানোর তাগিদে  বাধ্য হয়ে পাড়ি জমায় মালদ্বীপে। সেখান থেমে ছিলেন না তিনি,  মালদ্বীপে বসবাস করেও বিগত সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে কোন না কোন ভাবেই তার  অংশগ্রহণের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।  সেটা হোক দেশে আর প্রবাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনি হাসিনার পদত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর দেশগঠনে নিজের অংশগ্রহণের প্রত্যয় নিয়ে দেশে যাবেন তিনি। চাকুরী জীবনের ১৬ বছর ওএসডি থাকার পর দেশে ফিরেছেন ড: মুক্তার আলী লস্কর। 

১২ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মালদ্বীপ বিএনপি'র তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের শিকদার এর আয়োজনে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে  ডক্টর মুক্তার আলি লস্কর এর বাংলাদেশের শুভাগমন  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপি'র সভাপতি মোঃ খলিলুর রহমান। 
এসময় উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,  উপদেষ্টা মোঃ কাশেদুল ইসলাম,  সি: সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি শাহ আলম, মো: এমরান হোসেন তালুকদার, ফারুক হোসেন, প্রবাসী ব্যবসায়ী মোঃ হায়দার আলী সাবু,  যুগ্ম-সম্পাদক রবিউল আলম, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,  প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, দপ্তর সম্পাদক মো: ওমর ফারুক অনিক, কোষাধ্যক্ষ  মো: আব্দুল্লাহ কাদের, যুবদল মালদ্বীপ শাখার প্রস্তাবিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম, মোহাম্মদ শরিফুল ইসলাম, মো: মামুন, মালদ্বীপ-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 সবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত  এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status