ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গুপ্তচরবৃত্তির অভিযোগে বৃটিশ ৬ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৫ অপরাহ্ন

mzamin

গুপ্তচরবৃত্তি এবং নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে মস্কোতে অবস্থিত ছয় বৃটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। শুক্রবার দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এ তথ্য জানিয়েছে। এই পদক্ষেপ ইউক্রেনকে সহায়তা করার ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকার বিরুদ্ধে ক্রেমলিনের ক্ষোভের ইঙ্গিত দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মস্কোর এ সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাজ্যের সরকার এখনও কোনো মন্তব্য করেনি। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হবে কিনা সে বিষয়ে বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বৈঠক হওয়ার কয়েক ঘণ্টা আগে মস্কো এই ঘোষণা দিল।

মূলত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের এমন আলোচনাকে কেন্দ্র করেই পশ্চিমা দেশগুলোর সাথে উত্তেজনায় জড়িয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হয় তাহলে এর অর্থ হচ্ছে ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণ করবে। 
এফএসবি জানিয়েছে, তাদের কাছে নথি রয়েছে যে যুক্তরাজ্য পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার জন্য বৃটিশ পররাষ্ট্র দপ্তরের অধীনে একটি দলকে ‘রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মূল্যায়ন’ করতে দায়িত্ব দিয়েছিল। যাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করা যায়। রুশ গোয়েন্দা সংস্থা বৃটিশ কূটনীতিকদের বিরুদ্ধে যে তথ্য পেয়েছে তা নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মনে করছে রাশিয়া। এফএসবি বলছে, প্রকাশিত তথ্যগুলি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বৃটিশ  অধিদপ্তর কর্তৃক মস্কোতে পাঠানো কূটনীতিকদের কার্যকলাপ বিবেচনা করার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রদত্ত নথির ভিত্তিতে এবং লন্ডনের গৃহীত অসংখ্য অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সংস্থাগুলির সহযোগিতায়, ওই ছয় সদস্যের স্বীকৃতি বাতিল করা হয়েছে। মস্কোতে বৃটিশ দূতাবাসের রাজনৈতিক বিভাগের কার্যক্রমে গুপ্তচরবৃত্তি এবং নাশকতার লক্ষণ পাওয়া গেছে বলেও জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা।

রুশ গণমাধ্যমগুলোতে ওই ছয় কূটনীতিকের ছবিসহ নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে তাদের ওপর নজরদারির বিষয়টিও উঠে আসে। তাদের একজন বৃটিশ কূটনীতিকের কারও সাথে দেখা করেছেন বলে একটি গোপন ভিডিও প্রচার করা হয়। বিষয়টি নিয়ে এফএসবির এক কর্মকর্তা রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রসিয়া-২৪ টিভিকে বলেছেন, ইংরেজরা এই কার্যক্রম (রাশিয়ার অভ্যন্তরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা) বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের ইঙ্গিত আমলে নেয়নি। তাই আমরা শুরুতে এই ছয়জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। যদি অন্যান্য বৃটিশ কূটনীতিকরা একই ধরণের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে তাদেরও মস্কো থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এফএসবি। সংস্থাটিকে উদ্ধৃত করে স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, বৃটিশ কূটনীতিকরা গুপ্তচরবৃত্তিতে রুশ কিশোর-কিশোরীদের নিয়োগ করেছিল। যাতে তারা মস্কোর আবাসিক এলাকাগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান/ সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status