অনলাইন
মেনন, ইনু, পলক ও মামুন কারাগারে
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
এদিন সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এ সময় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমি একটা জিনিস বুঝতে পারছি না। ইনু-মেনন যে অপরাধ করেছেন, সেই একই অপরাধের অপরাধী তো কাচু (কাদের-চুন্নু) মিয়ারা। জাতীয় পার্টির এই নেতাদেরকে সরকার গঠনের সময় আমন্ত্রণ জানানো হয়, অথচ ইনু-মেননদের গ্রেপ্তার করা হয়। আমার বিশ্বাস এটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। এমনও হতে পারে আওয়ামী লীগ অপ্রকাশ্যে, আর জাতীয় পার্টি প্রকাশ্যে---উভয়ই গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
উপরের ছবি দেখে মনে হয় অবৈধ সংসদ সন্ত্রাসীদের গায়ে একটু চিমটি পর্যন্ত দেওয়া হয়নি। ওদেরকে আবার রিমান্ডে নেওয়া হোক। একজন সাধারণ মুরগি চোর ধরে রিমান্ড ফেরৎ করলে হাঁটতে পর্যন্ত পারে না, সেখানে এই দেশের অকাল কুমান্ডোদের দেখে মনে হচ্ছে রিমান্ডে দুলার আসনেই ছিল।