বাংলারজমিন
শিকলবাহা ইউপি চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা
কর্ণফুলী সংবাদদাতা
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারকর্ণফুলী উপজেলার ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা ও এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ৭টায় ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে অপসারণ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিকলবাহা ইউনিয়নের সর্বস্তরের ছাত্র-জনতা ও এলাকাবাসী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নানা অপকর্ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ২১শে আগস্ট আমরা সেনাবাহিনী ও ইউএনও’র সামনে চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতি প্রমাণিত হলে জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। কিন্তু সে গতকাল রাতের আঁধারে তার গুণ্ডা বাহিনী পাঠিয়ে কার্যালয়ের তালা ভাঙেন এবং আজকে ইউনিয়ন পরিষদে আসার ঘোষণা দিলে আমরা ছাত্র-জনতা ও এলাকাবাসী মিলে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান নিয়েছি তাকে প্রতিহত করার জন্য।