বিনোদন
ভেদাভেদ চান না বাসার
স্টাফ রিপোর্টার
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারশিল্পী সংগঠন ও শিল্পীদের নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা খাইরুল বাসার। সম্প্রতি ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দেন তিনি। সেখানে লিখেন, আমরা পর্দায় অভিনয় করি, অভিনয়টাও একটা পেশা। যা পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো আসেনি। কী করেন? এমন প্রশ্নের উত্তরে যদি বলি অভিনয় করি তাহলে পাল্টা প্রশ্ন আসে আর কী করেন? আর কিছু করতে হবে কেন? এটাও অন্যান্য পেশার মতো একটা পেশা। অভিনয়শিল্পীদের সংগঠন নিয়ে তিনি বলেন, রিফর্মেশন একটা পজেটিভ আইডিয়া। একটা মতাদর্শ। পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে এর শুরু করতে হয়। আমরা যে পরিকল্পনা নিয়েছি
তাতে অভিনয়শিল্পীদের সংগঠন হবে বাংলাদেশের একমাত্র কাস্টিং হাব। যেখানে দেশের সকল স্ক্রিন অ্যাক্টর লিস্টেড থাকবেন তাদের স্কিল এবং ক্যাপাবিলিটি অনুযায়ী। তিনি আরও লিখেন, আমরা মন থেকে সৎভাবে চাই অভিনয়শিল্পীরা যেন গর্ব করে মাথা উঁচু করে বলতে পারেন তিনি অভিনয়শিল্পী এবং এটাই তার পেশা। আমরা এমন একটা সংগঠন গড়তে চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। এটা একসময় ছিল। যা ধীরে ধীরে পলিটিক্যাল ইন্টেনশনে নষ্ট হয়েছে। যেমন নষ্ট হয়েছে বটতলার নিচে বাউল গান, পালা গান বা পুঁথি পাঠ। তাই এমন ভাবে সংগঠনকে গড়তে হবে যেন দেশের সকল স্থান থেকেই শিল্পীরা তৈরি হওয়ার সুযোগ পান।