অনলাইন
তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৮ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। রাত পৌণে ১০টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক।
পাঠকের মতামত
নতুন স্বাধীন বাংলাদেশের পিতা ইউনুস এত্তদিনেও কেনো আন্দোলনে শহিদ হওয়া লোকদের লিস্ট করতে পারলো না??? কেউ বলছে ৫০০-৬০০ অথবা ধরে নিলাম ১০০০ হাজার বা তারও বেশি কিন্তু এখনো কেনো এই লিস্ট প্রকাশ করা হচ্ছে না?? সামনে এই লিস্ট নিয়ে যে বাওতাবাজি হবে তা এখনই অনুমেয়। দেখা যাক আর কতো মাস লাগে।
গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যত দুর্নীতি হয়েছে এবং মামা ভাগ্নে কাকে কত টাকা দেয়া হয়েছে সব হিসাব তার কাছে আছে।
বিদ্যুৎ খাতের দূর্নীতিবাজ নেতা। উপযুক্ত বিচার চাই।
আমার মনে হয় প্রথম সারির ক্রিমিনাল দের মধ্যে অনি এক জন.
zakiul islam-এর প্রস্তাবনা নিয়ে একমত
রিমাণ্ডে যেনো জামাই আদরে না থাকে... সেদিকে নজর রাখা উচিৎ। এই ব্যক্তির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো অবশ্যই বের করতে হবে।
Alhamdulillah, very good initiative. he should be very severely punished for his crime last 15 years.
ওনাকে কিছুক্খন বিদুৎবিহীন কোন রুমে রাখা উচিত।
zakiul Islam এর সাথে সম্পূর্ন একমত।
স্বৈরাচারের দোসর এই লুটেরা কুকুরকে এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন এই ধরনের কুকুর বাংলার মাটিতে আর জন্ম না নিতে পারে। এই কুকুরের সমস্ত লুটের টাকা উদ্ধার করে কয়লা ক্রয় করে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হোক।
Without any further delay all living awami so-called freedom fighters to be declared enemy of the state and arrested.
জাতীয় শত্রুদের একটি তালিকা করা হউক । প্রথম নম্বরে যার নাম থাকবে তার নাম শেখ হাসিনা , দ্বিতীয় নম্বরে সাবেক বিচার পতি খাইরুল হক , এইভাবে একটি তালিকা করা হউক । যদিও সিরিয়াল নম্বার নিয়ে একটা তীব্র প্রতিযোগিতা হবে , কার সিরিয়াল নাম্বার আগে হবে এটা নির্ধারণ করতে গিয়ে বিচারক দের হিমসিম খেতে হবে । এটা কোন রসিকতা নয় , দেশ জাতিকে রক্ষা করার জন্য এটা করার প্রয়োজন । এই তালিকায় রাজনীতিবিদ , আমলা , আইন , শৃঙ্খলা বাহিনীর সদস্য সবার নাম থাকতে হবে । পরবর্তী প্রজন্ম যেন এই গাদ্দার দের চিনতে পারে ।
ASK HIM ABOUT QUICK RENTAL ???
এই তৌফিক এরশাদের আমল থেকে লুটপাটে জড়িত।তার ও তার পরিবারের সদশ্যদের একাউন্ট জব্দ করে সম্পদের হিসাব নেয়া হোক। আর রাষ্ট্র্রের স্বা্র্থবিরোধী যে সকল চুক্তির সঙ্গে সে জড়িত ছিল তা বেড় করে কঠোর শাস্তির ব্যবস্হা করা হোক।
ধন্যবাদ সরকারকে। এ ধরণের যত অপরাধী আছে সবাইকে আইনের আওতায় আনা হোক।
He needs nothing but mob justice.
রিং লিডার কট, সিন্ডিকেট এর সবগুলো কে ধরুন। বিদ্যুৎ এর সকল অনিয়মের কারণ অনুসন্ধানের মাধ্যমে এদের কে বিচারের মুখোমুখি করুন। দূর্নীতির মাধ্যমে এদের আয়কৃত টাকা জব্দ করে রাস্ট্রীয় কোষাগারে জমা করুন।
জ্বালানী খাত পরনির্ভরতা ও লুটপাটের জনক।
Alhamdulillah... খুবই ভালো নিউজ। এই লোক থেকে হাসিনার বিদ্যুৎ সংক্রান্ত দুর্নীতির সব খবর বের করা সম্ভব হবে।
Alhamdulillah