ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

পেট্রোবাংলায় হামলা তিতাস গ্যাস কর্মীদের

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন

mzamin

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক দল কর্মকর্তা-কর্মচারী পেট্রোবাংলায় বিক্ষোভ ও ভাঙচুর করেছেন বলে খবর পাওয়া গেছে। তিতাস গ্যাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে এ বিক্ষোভ বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধরা রাজধানীর কাওরান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলার রিসিপশনের গ্লাস ভাঙচুর করেন। এর পৌনে এক ঘণ্টা পর তারা তিতাস গ্যাসে ফিরে যান।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর চুক্তি ৯ই সেপ্টেম্বর বাতিল করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেয়া হয়। শাহনেওয়াজ পারভেজ সৎ ও দক্ষ হিসেবে সবার কাছে পরিচিত। যা তিতাস গ্যাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য শঙ্কার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে।
তিতাস গ্যাস সূত্র জানিয়েছে, শাহনেওয়াজ পারভেজকে দায়িত্ব দেয়ার পর থেকে তিতাসের জিএম (জিএম ইএসডি) হেলাল তালুকদার, জিএম (অডিট) মো. রাশিদুল আলম, ডিজিএম (পিসিডি) ইঞ্জিনিয়ার এনামুল হক, প্রিপেইড মিটার প্রকল্পের পিডি কাওসার আলম সুমন অন্যদের উসকানি দিতে শুরু করেন। অন্যদের ফুসলিয়ে পেট্রোবাংলায় গিয়ে হামলার নেতৃত্ব দেন।
এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, তিতাসের লোকজনের দাবি হচ্ছে তাদের কর্মকর্তাদের মধ্য থেকে এমডি করতে হবে। কিন্তু পেট্রোবাংলার সিনিয়রিটির তালিকায় তিতাস গ্যাসের শীর্ষ ৫০-৬০ এর মধ্যেও কেউ নেই। আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা করে একশ্রেণির লোকজন দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।
তিনি বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করেছি। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

তিতাস ও পেট্রোবাংলায় যারা যব করেন তাদের ৯০% দূর্ণীতিবাজ। তাই দূর্ণীতি বন্ধ করতে হলে সৎ ও দক্ষ লোককে পদায়ন করতে হবে।

কায়সার
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৪:২৯ পূর্বাহ্ন

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার কি সাধু ?

M
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:১২ অপরাহ্ন

হামলা কারীরা যেন ২৪ঘণ্টার আগেই বৃন্দাবনের টিকিট পায়, সে ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানাচ্ছি।

Faiz Ahmed
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:০২ অপরাহ্ন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতিবাজদের চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় এনে যাঁদের টাকা অন্যায়ভাবে নেয়া হয়েছিল সব ফেরত দিতে হবে।

ইরফান
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:০৩ অপরাহ্ন

দাবিটি ন্যায্য । এক জায়গা থেকে মানুষ এনে আরেক জায়গায় প্রধান বানানো ঠিক না । বরং সেই প্রতিষ্ঠানের ভেতর থেকে যোগ্য মানুষ খুঁজে থাকে নিয়োগ দেয়া দরকার। এমন তো আর হওয়ার কথা না যে একজন ও যোগ্য মানুষ নেই। আর সিনিয়রিটি ব্যাপারটা টেকনিকাল জায়গায় খাটে না। এখানে যে ওই প্রতিষ্ঠানে ছিল সেই বেশি সিনিয়র। টেকনিকাল জায়গায় এক্সপিরিয়েন্স এর ভিত্তিতে সিনিয়র হয়।

মেঘকুন্ড দাস
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:০১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status