ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

মাঠে ফিরছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লীগ ( ডিপিএল) ছাড়া অন্য কোথাও মাশরাফি বিন মুর্তজাকে দেখা যায় না এখন। ডিপিএলের গত আসরের পর থেকেই মাঠের বাইরে টাইগারদের সাবেক এই অধিনায়ক। লম্বা সময় শেষে মাঠের খেলায় ফিরছেন মাশরাফি। যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেনে লীগে দল পেয়েছেন তিনি।  

বাংলাদেশের সাবেক অধিনায়ককে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। টাইগারদের আরেক সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকও একই দলের হয়ে খেলবেন।  রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ডেট্রয়েট ফ্যালকনস। অন্যদিকে মাশরাফি দল পেলেন নিলামের মাধ্যমে। এই দলটিতে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।

সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেন মাশরাফি। এরপর আর ব্যাট-বল ছোঁয়া হয়নি তার। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে ফিরছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেট নিয়মিতই খেলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। চলতি মৌসুমে বিপিএলেও অংশ নেওয়ার কথা রয়েছে মাশরাফির। ফলে বিপিএলের আগে যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টটি তার জন্য প্রস্তুতির মঞ্চ হতে পারে। 

এছাড়াও এই লীগে দল পেয়েছেন আরাফাত সানি, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র, সৈয়দ রাসেল, আরিফুল হক, আল-আমিন হোসেনসহ একাধিক তারকারা। এর মধ্যে  ২০১০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সৈয়দ রাসেল। ইলিয়াস সানিও সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ১১ বছর আগে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেনরা।
আগামী ৮ই নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লীগ। চলবে ১৭ই নভেম্বর পর্যন্ত। এই লিগের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক।

 

 

পাঠকের মতামত

Alhamdulillah

Rahman
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:০৪ অপরাহ্ন

মাঠে ফিরুক মাশরাফি । মাঠের মাশরাফি আমাদের প্রিয় লোক। কিন্তু রাস্তায় যেন তাকে না দেখা যায়। আর দুধে গোসল করে রাজনীতি ছাড়তে হবে তাকে। রাজনীতিবিদ মাশরাফি একজন কুলাঙ্গার ।

মেঘকুন্ড দাস
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:০৩ অপরাহ্ন

WELCOME DEAR CAPTAIN

NASIR
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৪:৩৯ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status