অনলাইন
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
দিনাজপুর প্রতিনিধি
(১ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৬ অপরাহ্ন
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। আর আগে ১ম ও ২য় ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ার পরে সচল থাকা ৩য় ইউনিটও সোমবার রাতে যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে তিনটি ইউনিট বন্ধ হয়ে পড়ায় দিনাজপুরসহ তীব্র লোড শেডিংয়ের কবলে পড়েছে এ অঞ্চল। এর আগে গত ৫ই সেপ্টেম্বর বিকেলে ১ মাস ৬ দিন বন্ধ থাকার পর ৩য় ইউনিটের উৎপাদন কার্যক্রম শুরু হলে এখান থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।
জানা গেছে, কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের সঙ্গে কয়লা উত্তোলনে ৫ বছরের চুক্তি হয়। যার মেয়াদ আগামী বছর শেষ হবে। চুক্তি মোতাবেক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণেই বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রতিটি ইউনিট সচল রাখতে দুটি করে ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প দরকার হয়। এর মাধ্যমে এসব ইউনিটের জ্বালানি তেল সরবরাহ করে উৎপাদন কার্যক্রম সচল রাখে। কিন্তু ২০২২ সাল থেকেই ৩টি ইউনিটের দুটির মধ্যে একটি পাম্প নষ্ট থাকায় যে কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে চলছিল উৎপাদন কার্যক্রম। ফলে মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যেত উৎপাদন।
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ থাকার পর শুক্রবার ৩য় ইউনিটটি থেকে উৎপাদন শুরু হলেও দু-দিন পরেই আবার বন্ধ হয়ে গেল। একটি পাম্প দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল সেটিও নষ্ট হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে উৎপাদন। এখন ঠিকাদারি প্রতিষ্ঠান দু'সপ্তাহ সময় চেয়েছেন। চীন থেকে মেশিন এলেই উৎপাদন শুরু করা যাবে বলে জানান তিনি।