অনলাইন
অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৬ অপরাহ্ন
ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনও সংকট নেই বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ভারত সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই।’
মঙ্গলবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে ভারত আগ্রহ দেখিয়েছে বলে জানান ড. সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো জায়গা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘ভারতকে আরও বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে।’
দুদেশ একসঙ্গে আগের মতোই কাজ করছে বলে জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘ভারতের সঙ্গে চলমান কোনও প্রকল্প স্থগিত হয়নি।’
আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ অত গাধা না যে ভারতীয় মূলা খাবে আর পেট খারাপ করবে। এই সেলফিস দেশটাকে মোটেই বিশ্বাস করা উচিৎ নয়।
আগের সীমান্ত হত্যা মেনে নেবে না এদেশের মানুষ ও বর্তমান সরকার।