অনলাইন
তিতাসের নতুন এমডির দায়িত্বে শাহনেওয়াজ পারভেজ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩২ অপরাহ্ন
শাহনেওয়াজ পারভেজ-কে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডিপিএলসি)-এর ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজ-কে জিটিসিএল হতে বদলিপূর্বক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডিপিএলসি)-এর ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব প্রদান করা হলো।
এক্ষেত্রে শর্তযুক্ত হবে যে, এ চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোন অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারো কোন অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না। এছাড়া চলতি দায়িত্ব প্রদানের পর উক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কোন কর্মকর্তা নিয়োগ/বদলি/পদোন্নতি/পদায়ন করা হলে শাহনেওয়াজ পারভেজ তার পূর্বতন পদ/মূলপদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।
তদনুযায়ী, তিনি টিজিটিডিপিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
উনি কতটুকু ঈমানদার । মানে সৎ, ধার্মিক এবং মৃত্যু ভয়, আখেরাতের ভয় আছে তার উপর নির্ভর করবে সুষ্ঠু পরিচালনা ।