ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

ভারত

সুপ্রিম কোর্টের অনুরোধেও কাজ হল না, কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরছেন না চিকিৎসকরা

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে

(১ মাস আগে) ২১ আগস্ট ২০২৪, বুধবার, ৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন

কলকাতার আরজি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছিল ভারতের শীর্ষ আদালত। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাত সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশও  দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।  কিন্তু  ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়ে দিলো - 'কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরছে না চিকিৎসকরা।' তাঁদের  সাফ কথা, ‘ইটস নাও অর নেভার।’ অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রক যতক্ষণ না চিকিৎসকদের নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ করছে, ততক্ষণ এই কর্মবিরতি চলবে। চিকিৎসকদের মত, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হলেও কেন্দ্রীয় আইন প্রণয়নের কোনও আশ্বাস নেই। ফলত পূর্ব ঘোষণা মত জরুরি পরিষেবা বাদে OPD এবং বিশেষ পরিষেবা বন্ধ থাকছে।   মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। শুনানির শুরু থেকেই সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় পশ্চিমবঙ্গ সরকারকে । হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও কড়া পর্যবেক্ষণের কথা জানান  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ঘটনা কেবল পশ্চিমবঙ্গ  নয়, গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এরপরই আরজিকরে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেন প্রধান বিচারপতি।সুপ্রিম কোর্টের তরফে এও বলে হয় , এমন অনেক হাসপাতাল আছে, যেখানে নামী ডাক্তারদের দেখানোর জন্য  দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, সেই দিনক্ষণে পরিষেবা না পাওয়ার অর্থ চিকিৎসা পাওয়া আরও পিছিয়ে যাওয়া। কিন্তু সেই অনুরোধেও কাজ হল না।  চিকিৎসক সংগঠনগুলির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, স্বাস্থ্যমন্ত্রক যতক্ষণ না চিকিৎসকদের আইনি নিরাপত্তা নিশ্চিত করছে ততদিন কর্মবিরতি চলবে। আপাতত  সুপ্রিম কোর্টের পরবর্তীর রায়ের দিকে তাকিয়ে রয়েছেন  তারা। ২২ তারিখ মামলার পরবর্তী শুনানি।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status