খেলা
সুপার কাপ জিতে রেকর্ড রিয়াল ও আনচেলোত্তির
স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারপ্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে দেখা গেল কিছুটা ছন্নছাড়া। তবে চিরাচরিতভাবে দ্বিতীয়ার্ধে দেখা মিললো দুর্দান্ত রিয়ালের। গোল করে অভিষেক রাঙালেন কিলিয়ান এমবাপ্পে। আর তাতে আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে রেকর্ড গড়ে রিয়াল। কোচ হিসেবেও এদিন রেকর্ড বইয়ে নাম লেখান রিয়াল বস কার্লো আনচেলোত্তি। বুধবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে আতালান্তাকে ২-০ গোলে হারায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার্দে এগিয়ে দেয়ার পর ব্যবধান বাড়ান এমবাপে। গোল দু’টিতে অ্যাসিস্ট করেন জুড বেলিংহ্যাম ও ভিনিসিউস জুনিয়র। আগের বারের চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ জয়ীর লড়াই দিয়ে ইউরোপিয়ান ফুটবল মৌসুম শুরু হয়। যেখানে এ নিয়ে ষষ্ঠবার ট্রফিটি জিতলো রিয়াল, যেটা সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড।
বিজ্ঞাপন