ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সুপার কাপ জিতে রেকর্ড রিয়াল ও আনচেলোত্তির

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারmzamin

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে দেখা গেল কিছুটা ছন্নছাড়া। তবে চিরাচরিতভাবে দ্বিতীয়ার্ধে দেখা মিললো দুর্দান্ত রিয়ালের। গোল করে অভিষেক রাঙালেন কিলিয়ান এমবাপ্পে। আর তাতে আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে রেকর্ড গড়ে রিয়াল। কোচ হিসেবেও এদিন রেকর্ড বইয়ে নাম লেখান রিয়াল বস কার্লো আনচেলোত্তি। বুধবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে আতালান্তাকে ২-০ গোলে হারায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার্দে এগিয়ে দেয়ার পর ব্যবধান বাড়ান এমবাপে। গোল দু’টিতে অ্যাসিস্ট করেন জুড বেলিংহ্যাম ও ভিনিসিউস জুনিয়র। আগের বারের চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ জয়ীর লড়াই দিয়ে ইউরোপিয়ান ফুটবল মৌসুম শুরু হয়। যেখানে এ নিয়ে ষষ্ঠবার ট্রফিটি জিতলো রিয়াল, যেটা সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড।

বিজ্ঞাপন
এদিন তারা ছাড়িয়ে যায় পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে। আর কোচ হিসেবে রেকর্ড পাঁচবার (রিয়ালের হয়ে তিনবার, এসি মিলানের হয়ে দু’বার) উয়েফা সুপার কাপ জিতলেন আনচেলোত্তি। তিনি ছাড়িয়ে যান চারবার জেতা পেপ গার্দিওলাকে। একই দিনে আরও একটি রেকর্ড স্পর্শ করেন আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদকে সবচেয়ে বেশি ট্রফি জেতানো কোচের রেকর্ডে তিনি স্পর্শ করেছেন মিগেল মুনিয়সকে। আনচেলোত্তির কোচিংয়ে ১৪টি ট্রফি জিতেছে রিয়াল। ১৯৬০ থেকে ১৯৭৪ পর্যন্ত মুনিয়সের কোচিংয়ে ৯টি লা লিগা ও ২টি চ্যাম্পিয়ন্স লীগসহ ১৪টি ট্রফি জিতেছিল রিয়াল। প্রথমার্ধে গোলের জন্য তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ১০টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে তারা। আর পুরো ম্যাচে আতালান্তার ৭ শটের লক্ষ্যে ছিল ২টি। এর আগে এদিন ম্যাচের ১৫তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় রিয়াল। ভালভার্দের পাসে বক্সে প্রথম স্পর্শে এমবাপের শট ঠেকিয়ে দেন আতালান্তার এক ডিফেন্ডার। বিরতির আগে আরও একটি দারুণ একটি সুযোগ পায় রিয়াল। কিন্তু ১০ গজ দূর থেকে রদ্রিগোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ হাতছাড়া হয় আতালান্তার। মারিও পাসালিকের হেড ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ফিরিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক। ৫৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা রিয়াল। বাঁ দিকে বাইলাইনের কাছাকাছি থেকে ভিনিসিয়ুসের পাসে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত ভালভার্দে। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত এমবাপ্পে। বেলিংহ্যামের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status