ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি: রিজভী

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত রিকশাচালক মোহাম্মদ কামালের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এরআগে কামালের বাসভবনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থ সহায়তা প্রদান করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, আজকে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলছেন। ৭৫ এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পাঁচ বছর তিনি বিদেশে পালিয়ে ছিলেন। তিনি তার পরিবারের যে হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে এক বছর পরেই কিংবা ৬ মাস পরে দেশে আসতে পারতেন। কিন্তু তিনি আসেননি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে তিনি দেশে ফিরতে পেরেছিলেন। দেশে ফিরেই তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন। তিনি দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়েছেন তার আত্মীয়-স্বজনসহ। আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অশ্রুপাত করছেন, তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার দিয়ে নিজে পালিয়েছেন তার বোনকে নিয়ে। তার আত্মীয়-স্বজন সব পালিয়েছেন। আর আপনারা যারা নেতাকর্মী এই ১৭-১৮ বছর ধরে গণতন্ত্র-কামী মানুষ প্রতিবাদী মানুষের উপর যুবলীগ ও ছাত্রলীগের পোশাক পরে বা তাদের আশ্রয় ছাত্রলীগ-যুবলীগ হয়ে কত যে নিপীড়ন-নির্যাতন করেছেন, কত যে রক্তাক্ত করেছেন-তার কোন শেষ নেই। আর আজকে তার জন্য মায়া কান্না করছেন।

রিজভী বলেন, আন্দোলন যখন বিজয়ের মুহূর্তে ঠিক সেই সময় রিকশাচালক কামালসহ আটজন পৃথিবী থেকে চলে গেছে। এরা গণতন্ত্রের বিজয়পুত্র। এরা গণতন্ত্রের এক অনন্য অসাধারণ সারথি, এদের চালিত রথেই গণতন্ত্রের পতাকা উড়েছে।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ফখরুদ্দিন-মঈন উদ্দিন এর সময়েও পালিয়ে ছিলেন। সেই পালানো নেত্রী নিয়ে এত মায়া কান্না ভালো লাগেনা। যারা হালুয়া রুটির ভাগের আশায় থাকে তাদের এই মায়া কান্না করা ছাড়া আর কি বা করার আছে।

সফিকুল
১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৭:৩৯ অপরাহ্ন

এ,এইচ ভুঁইয়া, লজ্জা,যে দলের নেত্রী পালানোর সময় নিজ দলের কর্মীদের কথা একটু ও ভাবলো না তাকে ও রং হেডের কিছু অপাঙ্ক্তেয় সাপোর্ট করে

নাগরিক
১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৫:০৫ অপরাহ্ন

এ এইচ.ভূইয়া, সামনে ২১ কোটি বছরেও আর আম্বিলিগ খমতায় আসবে না। আপনার মত যারা স্বৈরাচারের দোসর, তাদের বিচার এই জনতা করে ছাড়বে, ইনশাআল্লাহ।

রহমান
১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৯ অপরাহ্ন

রিজভী সাহেব ভুলে যাবেন না একুশ বছর পর আওয়ামীলীগ খমতায় এসেছিল- অপেক্ষা করুন।

এ এইচ.ভূইয়া
১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৫ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক/ ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status