বিনোদন
ফেসবুক থেকে নেয়া
‘পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে হবে’
স্টাফ রিপোর্টার
১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবারঅন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে। অপরদিকে দেশকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে একাত্মতা পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সেই পোস্টে তিনি লিখেছেন, আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নাই! আমরা যে যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে। খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এটা একটা প্র্যাক্টিস। প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। বিদেশি পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি। এই পোস্টে তিনি আরও লিখেন, আর যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলাকাটা বন্ধ করেন, জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরাই স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারো রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।
yesss..... and off course its possible....
Not possible boss it's banggali Bangladesh