বিনোদন
চলে গেলেন হানিয়া
বিনোদন ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবারচলে গেলেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম। ইনস্টাগ্রামে গায়িকার চাচাতো বোন জেব ওরফে জেব বঙ্গশ এ খবর নিশ্চিত করেছেন। সংগীতশিল্পী সোমবার হৃদ রোগে আক্রানন্ত হয়ে মারা গেছেন। কোক স্টুডিও পাকিস্তানে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান হানিয়া। জেবের সঙ্গে হানিয়া জুটির হিট গানের অন্যতম ‘চল দিয়া’ গানটি।