বিশ্বজমিন
মধ্যপ্রাচ্যে সামরিক বিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েনের নির্দেশ পেন্টাগনের
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১২ আগস্ট ২০২৪, সোমবার, ৩:৫১ অপরাহ্ন
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং হিজবুল্লাহর উচ্চ পর্যায়ের দুই নেতাকে হত্যার পর প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহিংসতা আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই অঞ্চলটিতে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়াতে কৌশলগত নির্দেশ দিয়েছে দেশটি। জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর এবং যুদ্ধজাহাজের একটি স্ট্রাইক গ্রুপকে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন পয়েন্টে তাদের সেনা বৃদ্ধির নির্দেশ দিয়েছে। একই সময়ে সেখানে একটি গাইডেড ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েনেরও নির্দেশনা দেন তিনি। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে এক বৈঠকের পর এই নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
এতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জন্য এভাবে খোলামেলাভাবে সাবমেরিন মোতায়েনের নির্দেশনা বিরল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ইসরাইলের প্রতিরক্ষা জোরদার করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়ে রেখেছে। ইরান সমর্থিত হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে গত ৩১ জুলাই তেহরানের একটি অতিথিশালায় হত্যা করা হয়।
ইরানে ইসমাইল হানিয়াকে হত্যার পাশাপাশি বৈরুতে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুক্র ইসরাইল কর্তৃক হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বহুগুনে বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন মধ্যপ্রাচ্য একটি আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
হামাস গাজায় পুনরায় যুদ্ধবিরতির জোরালো দাবি জানানোর পরপরই মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এমন নির্দেশনা সামনে আসল। গত শুক্রবার মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার যুক্তরাষ্টের নেতাদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলাপ করেছে। সেখানে তারা ১৫ আগস্ট হামাস এবং ইসরাইলকে যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির জন্য একটি বৈঠকের আহ্বান জানিয়েছে। গত সপ্তাহে বৈঠকে নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছিল ইসরাইল। হামাসও যুদ্ধবিরতির প্রস্তাব পুনর্বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের এমন নির্দেশনার পর যুদ্ধবিরতির আলোচনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।