ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে সংবিধান পরিবর্তন করতে হবে: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে সংবিধান পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘অন্তর্বর্তীকালীন সরকার: কেমন বাংলাদেশ চাই?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন তিনি।

ফয়জুল করিম বলেন, দেশে সাম্য নেই। ক্ষমতাসীন দলের লোকেরা সব পাবে, আর সাধারণ মানুষ না খেয়ে থাকে। সব ক্ষেত্রে সবার সম-অধিকার থাকতে হবে। কিন্তু জনগণের ভ্যাট-ট্যাক্সের পয়সায় যারা জীবিকা নির্বাহ করে, তারা দেশের মালিক হয়ে গেছে। আর তারা জনগণকে শোষণ করে। ওসি, এসপি, ডিসি পরিবর্তন হলেও ঘুষ পরিবর্তন হয়নি। কারণ চেয়ারে বসা লোকেরা দুর্নীতিবাজ। তাই তারা নীতির পরিবর্তন চান। ৫ আগস্টের পরিবর্তনের পরে যারা জ্বালাও-পোড়াও, ভাঙচুর, চুরি-ডাকাতি করেছে, তারা দেশকে পরিবর্তন করতে পারবে না। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে নীতি-আদর্শের পরিবর্তন করতে হবে। এ পরিবর্তনের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। কোরআন-হাদিসের আইন অনুযায়ী পরিচালিত বাংলাদেশ চান তাঁরা।

তিনি বলেন, তারা সামাজিক ন্যায়বিচার চান। ক্ষমতাসীনদের সাত খুন মাফ, আর বিরোধী দলের মানুষদের আয়নাঘরে থাকা, এটা তারা চান না। তারা ভেদাভেদমুক্ত ন্যায়ের পক্ষে থাকতে চান।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনৈতিক দল, না অরাজনৈতিক দল, তা তারা বুঝতে পারছেন না। হেফাজতের অবস্থান স্পষ্ট করে কাজ করা দরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওলামাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। তাই পরামর্শের ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করতে হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মুফতি মোহাম্মদ আলী কাসেমী প্রমুখ।

পাঠকের মতামত

Yes

Amirswapan
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৭:৫২ অপরাহ্ন

উনি সঠিক বলেছেন।এখন থেকে এটা বন্ধ হওয়ার দরকার।

আবু মুহাম্মাদ আবদুর
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৬:৫৯ অপরাহ্ন

কুয়াকাটা দালাল কে সাথে না রাখাই ভাল।

kalim
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৬:৫১ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক/ ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status