ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

আমি পদত্যাগ করেছি: হাসিনা

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত ৭ই আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন।  এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে।

চিঠিটি নিম্নরূপঃ

আমি পদত্যাগ করেছি, শুধু মাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়

তোমাদের (ছাত্রদের) লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা,

আমি তা হতে দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি ‘সেন্ট মার্টিন দ্বীপ’ আর ‘বঙ্গোপসাগর’ আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হোয়োনা। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়।

হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরো সম্পদ ধ্বংস হত। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি, তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি।

আমার কর্মী যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বার বার উঠে দাঁড়িয়েছে।

আপনারই দাঁড়া করিয়েছেন। আশাহত হবেন না। আমি শিঘ্রই ফিরব।

ইনশাআল্লাহ।

পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে।

যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতা কর্মীকে হত্যা ও বাড়ি ঘরে ভাংচুর  অগ্নিসংযোগ করেছে।। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওইদিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস।

ভালো থেকো আমার দেশের মানুষ,

ভালো রেখো আমার সোনার বাংলাকে,

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু,

শেখ হাসিনা

(বুধবার ০৭.০৮.২০২৪, নতুন দিল্লী, ভারত)

পাঠকের মতামত

”সৈরাচার ” নাটকের নায়িকা শেখ হাসিনা আবার নাটকের ভাষায় কথা বলছে। হাসিনার কথা শুনলে ঘৃনা লাগে নরপিচাশ একটা।

Mrinmoy Kumar Roy
২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৫:১৮ অপরাহ্ন

Alhamdulillah

Faizul Kabir
৩১ আগস্ট ২০২৪, শনিবার, ১২:২১ পূর্বাহ্ন

ফ্যাসিষ্ট হাসিনা! তোমার মুখে থুথু মারি! রক্ত পিচাশী, ১ হাজারের উপর ছাত্র-জনতা হত্যা করে, ৩০ হাজার মানুষের বুক বুলেটে ঝাঝরা করে এখনো তোর মুখে সাহিত্যের বুলি? ধিক্কার জানাই ভারতের দালাল স্বৈরাচারী!

Shajhan
২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৯:৫২ পূর্বাহ্ন

She's a discredit to the womankind! A real piece of work!

Rana Nayeem
২৮ আগস্ট ২০২৪, বুধবার, ২:১৯ অপরাহ্ন

দেশে আয় ! আগেরবার তো জিয়াউর রহমান আদর করে জায়গা দিয়েছিল, এবার দেখো দেশবাসী কি দেয় তোমাকে ।

আব্দুস সালাম
২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ২:২৪ অপরাহ্ন

you are faltu

BELAYET HOSSAIN
২৬ আগস্ট ২০২৪, সোমবার, ১:৩৬ অপরাহ্ন

Bangladesher sob theke nikristo women and nikristo p.m apni !!!!! apnar kichu kichu kaj soytan and ferauun kewo har maniyeche !!!!! so apnar fashi dabi korchi ebong ei fashi ekbar noy koiyek bar dite hobe | wait for fashi

BELAYET HOSSAIN
২৬ আগস্ট ২০২৪, সোমবার, ১:১৮ অপরাহ্ন

তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্ট কর্তৃক ‘রংহেডেড লেডি’ উপাধিপ্রাপ্ত একজন জালিম শাসক ছিলেন। যে দল বা যারা তাকে তথাকথিত ভোটের মাধ্যমে শাসক বানিয়েছে, তাদেরও বিচার করা উচিত।

A Kamal
২৪ আগস্ট ২০২৪, শনিবার, ১০:৪১ পূর্বাহ্ন

স্বৈরাচার এরশাদ মহাস্বৈরাচার শেখ হাসিনার চেয়ে অনেকগুন ভাল ছিল। এরশাদ ১৯৯০ এর গনঅভ্যুথানে পদত্যাগ করে নিজ দেশ ছেড়ে পালায় নাই, বরং নিজের দেশে থেকে স্বেচ্ছায় কারাবরন করেছিল, কারন এরশাদ স্বৈরাচার হলেও দেশপ্রেমিক ছিল, তাই তার পার্টি নিশ্চিহ্ন হয় নাই, এখনো টিকে আছে। তবে এরশাদের পার্টি শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে জায়েজ করতে গিয়ে বর্তমানে জনসমর্থন হারিয়েছে, কিন্তু তার পার্টি নিশ্চিহ্ন হয় নাই যেভাবে আওয়ামী লীগের মত বড় একটি দল নিশ্চিহ্ন হয়ে গেল।

ইঞ্জিঃ রহমতুল্লাহ
২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫২ অপরাহ্ন

She is more dangerous Than Kliopetra.

Z U
২১ আগস্ট ২০২৪, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

গণ প্রজাতন্ত্রী'র নামে দেশে নির্বিচারে গুম, খুন, হত্যা, উন্নয়নের নামে দলীয় চাদাবাজী, ৭১ এর চেতনা দিয়ে গত ১৬ বছর যেভাবে শাসনের নামে শোষন করে গিয়েছেন।

Mohammed Iqbal
২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১০:০৯ অপরাহ্ন

তুই ভূয়া, তুই খুনি, তুই হাইজাকার, তুই সৈরাচার, তুই ডিক্টটর/একনায়কতন্ত্র, তুই লাকুমদিনুকুম ওয়ালইয়া দিন,!!!!!!!!!!!!!!!!!?

মহি উদ্দিন
২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১০:৪৯ পূর্বাহ্ন

Thousands of poeple are killed and fatally injured in last few weeks and she is saying she gave up power because she didnt want more bloodshed? As if thousand people are not enough, and even that is a lie, army chief his cousin Waqar said she wanted far more blood shed but Waqar refused. she and her cronies looted Bangladesh for last 1 and half decade, lots of corruption cases are now getting filed along with murder cases against them.

Yusuf
১৯ আগস্ট ২০২৪, সোমবার, ৮:৫৮ অপরাহ্ন

গণ প্রজাতন্ত্রী'র নামে দেশে নির্বিচারে গুম, খুন, হত্যা, উন্নয়নের নামে দলীয় চাদাবাজী, ৭১ এর চেতনা দিয়ে গত ১৬ বছর যেভাবে শাসনের নামে শোষন করে গিয়েছেন। তারপরেও বলছেন আপনি নিরপরাধ?! আপনি লিবিয়ার গাদ্দাফী না, আপনি ইরাকের সাদ্দামও না, আপনি মিশর এর মুরসিও না, আপনি সে খুনি যে কারফিউ এর নামে নির্বিচারে ছাত্র-জনতা দের খুন করেছেন। আপনি সে খুনি পদত্যাগের আগের দিন ও ১০০ এর বেশী মানুষকে হত্যা করে দিয়েছেন। সেদিন দেশের মানুষও ভাবেনাই যে আপনি পদত্যাগ করে পালাবেন, যারা রাস্তায় ছিলো, তার জীবন হাতে রেখেই নেমেছিল। এ স্বাধীন আমাদের না, এ স্বাধীন দেশের। আপনার রাজনীতি জ্ঞান অনেক থাকতে পারে, কিন্ত দেশ চালানোর মতো জ্ঞান আপনার নাই। এই কথা দেশের মানুষগন লিখে দিতে পারবে! Copy.

Md. Burhan Uddin
১৮ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

হাসিনার চক্রান্তের শেষ কোথায় ?

Md. Burhan Uddin
১৮ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

এর পরেও আবার মিথ্যা!!!

Md. Burhan Uddin
১৮ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

ময়লা ধুইলে ময়লা যায় না, উনার বেলায় এটাই সত্য।

Ahsan Ullah
১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৭:০১ অপরাহ্ন

আমি একটা কথাই বলবো, ময়লা ধুইলে ময়লা যায় না। এই মানুষটি কোন

Ahsan Ullah
১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৮ অপরাহ্ন

বেহায়া কোথাকার, লজ্জা করে না? এখনো বকবক করে?

Mosharaf
১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন

বেহায়া কোথাকার, লজ্জা করে না? এখনো বকবক করে? খুনি হাসিনাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত।

ছালেহ আহমদ সুহাইল
১২ আগস্ট ২০২৪, সোমবার, ৮:১০ অপরাহ্ন

অনেক মিথ্যা এই মহিলার কাছ থেকে আমাদের শুনতে হয়েছে।গা চিড়বিড় করেছে,নিজেকে থাবড়াতে ইচ্ছা হয়েছে কাউকে না পেয়ে।আপাতত তার মিথ্যা শোনা থেকে আমাদের রেহাই দিন।

ফজুমুন্সী
১২ আগস্ট ২০২৪, সোমবার, ৩:৩৫ পূর্বাহ্ন

যে মিথ্যা বলে তার নাম বেঈমান; সহজ কথায় এর ঈমান নেই।

Nazma Mustafa
১২ আগস্ট ২০২৪, সোমবার, ৩:২৩ পূর্বাহ্ন

দেশে আসেন, আপনাকে খুব মিস করচে আয়না ঘর

mokter
১১ আগস্ট ২০২৪, রবিবার, ১১:১৮ অপরাহ্ন

এর পরেও আবার মিথ্যা। সাইকোলজিকাল সমস্যা হয়েছে আপনার। মোদীকে একজন ডাক্তার দিতে বলেন। মোদী আপনার ভাল বন্ধু।

nahid
১১ আগস্ট ২০২৪, রবিবার, ১০:২৯ অপরাহ্ন

মিডিয়াগুলোর প্রতি আমার অনুরোধ আপনারা তার মিথ্যাচার থেকে আমাদের রেহাই দেন।গত ১৫ বছর গিলতে হয়েছে এবার একটু থামুন। প্লিজ

Jubed
১১ আগস্ট ২০২৪, রবিবার, ১০:১০ অপরাহ্ন

মিথ্যার জন্য পৃথিবীতে যদি কোন অ্যাওয়ার্ড থাকতো তাহলে শেখ হাসিনা সেটা এক নম্বরে পেত।

মাসুদুর রহমান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ১০:০৩ অপরাহ্ন

সাম্প্রতিককালের প্রসঙ্গ বাদ দিলেও গত ১০০ বছরে আমরা অতিশয় কদর্যভাবে বিদায় নিতে দেখেছি বেশ কয়েকজন মহাপরাক্রমশালী স্বৈরশাসককে। এসব বহুনিন্দিত স্বৈরাচার আত্মমহিমায় এতই মগ্ন ছিলেন যে, কখন তারা জনতার রুদ্ররোষে উপলখণ্ডের মতো ভেসে গেছেন- নিজেরাও বুঝতে পারেননি। হিটলার শেষ মুহূর্তে ভেবেছিলেন জার্মান আর্যজাতির নীলরক্ত কখনও পরাভূত হবে না। কুখ্যাত এই ফুয়েরারকে আত্মহত্যা করতে হয়েছিল। তারই স্বৈরমিত্র মুসোলিনীর পরিণতি আমরা জানি। মার্কোস পলায়ন করেন দেশবাসীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। রক্ষা পাননি ফ্যাসিস্ট ফ্রাঙ্কো। ক্ষেত্রবিশেষে আত্মরক্ষার অনুকম্পা পেলেও স্বৈরতন্ত্রের অনিবার্য পরিণতি ডেকে এনেছে হত্যার মহামিছিল, দুর্ভিক্ষ এবং বিচ্ছিন্নতার মতো বিপর্যয়। তবে ইতিহাসের সেই বহুচর্চিত আপ্তবাক্য: ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাসের শিক্ষা কেন ক্ষমতার কষ্টকল্পিত প্রাসাদের ভিতরে প্রবেশ করতে পারে না- সে এক রহস্যময় জিজ্ঞাসা; যার উত্তর কোনো দিন কোনোকালেই কোনো স্বৈরাচার দিতে পারেননি। তবে নিষ্ঠুরভাবে ভোগ করেছেন ইতিহাসের অমোঘ পরিণতি। স্বৈরাচার শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন। তার অলিন্দ উপচে পড়েছিল স্বৈরাচারের সর্বপ্রকার উপাদানে- কী অর্থনীতি, কী রাজনীতি, কী সমাজ, সংস্কৃতি- সর্বত্র হাসিনার আগ্রাসী স্বৈরতন্ত্র ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত হায়েনার মতো। বিশ্বের বহু স্বৈরাচারীর অসংখ্য ‘কীর্তি’ বিবর্ণ হয়ে গেছে হাসিনার ‘মহাকীর্তির’ কাছে।

Nadim Ahammed
১১ আগস্ট ২০২৪, রবিবার, ১০:০৩ অপরাহ্ন

গোপালগন্জের ডাকাত বংশের এই ভারতীয় বান্দী নিরপরাধ জনগনের যত প্রান কেড়ে নিয়েছে, দেশের সমগ্র জনগনের ধন সম্পদ লুট করে ভারতকে দিয়েছে গোপালগন্জে নিয়ে গেছে সেই বিচার না হলে ওর পায়খানার মতো মুখ থেকে দুর্গন্ধ বের হতেই থাকবে। ঐ ডাইনী ভারতে বসে আবার দেশকে অস্থিতিশীল করবে। দেরী না করে অতিদ্রুত নির্বাচনের ব্যাবস্থা করে জনগনের ভোটের সরকার বসানো খুব জরুরী।

Abdul Matin Sikder
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৫৭ অপরাহ্ন

বাংলা‌দে‌শের শ্রেষ্ট অ‌ভি‌নেত্রী শেখ হা‌সিনা। আমরাও চাই আপ‌নি দে‌শে আসুন। কারণ পিলখানা, শাপলাচত্বর ও ৪২ সা‌লের ছাত্র হনতা র‌ক্তের প্রতি‌পি ফোটার হিসাব দি‌তে হ‌বে।

ফজলুল হক শাহ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৪৯ অপরাহ্ন

When Sheikh Hasina took power in 2009, the government's debt was only Tk 2,76,830 crore. Accordingly, during the rule of Awami League for a decade and a half, the debt status of the government has increased by 15 lakh 58 thousand 206 crores, which is about 85 percent of the total debt of the government. Worries about the future. No need come to Bangladesh. Stay your lovely country in India.

Faruki
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৪৫ অপরাহ্ন

dictator

Topo
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৩৮ অপরাহ্ন

আমি পদত্যাগ করেছি, কে বলেছে, কে বলেছে? সৈরাচার বলেছে। মা পদত্যাগ করে নাই, কে বলেছে,কে বলেছে? সৈরাচার এর সহযোগী পূএ বলেছে।

no name
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৩৩ অপরাহ্ন

হে মহান আল্লাহ, আমাদের দেশকে সকল প্রকার অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রু থেকে হেফাজত করুন। মিথ্যাবাদী ও জালিম শাসক থেকে আমাদেরকে রক্ষা করুন।

Jewel
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:২৮ অপরাহ্ন

কমেন্টগুলো প্রায় পড়লাম। তিনি বা তিনার কেও কি কমেন্টগুলো পড়েছেন। হাইরে ক্ষমতা!!!!!

SaiNuL
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:২৩ অপরাহ্ন

নির্লজ্জের মতো আবারও প্রমান করলা তোমার রাজনীতির পুজিই হচ্ছে মিথ্যা। তোমার বানানো আয়নাঘর রঙ দিয়ে নতুন করছি যেখানে তোমায় রেখে বিডিআর বিদ্রোহ, শাপলা চত্ত্বর, হাজারো গুম,,ক্রসফায়ার,সিনহা হত্যা,লক্ষ্য লক্ষ্য মানুষের নাশকতা মামলার নাটক,ইলিয়াস আলী নিখোঁজ রহস্য,সালাহউদ্দিন আহমেদের শিলং ছফর,জংগী নাটক,দেশদ্রোহী নানা চুক্তি,মহালুটপাট ও আরো অগনিত অতি কুকর্মের নাটকের ছন্দ শুনবো!! জানি এতো সহজে বলবেনা।তরুন সমাজ এই জন্য নতুন উদ্যমে লিয়ার মুরগী চাষের উদ্যোগ নিচ্ছে ডিম সাপ্লাই দেওয়ার জন্য!! মেলা ডিম লাগবোতো এই জন্য!!তুমি আসো.. . তাড়াতাড়ি আস..জাতির আর তর সইছে না..

Md.Mokarrum Hossain
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:০৯ অপরাহ্ন

আপনি লাশের উপর কমতায় তাকতে চেয়েচিলেন কিন্তু দেশ প্রেমিক সেনাবাহিনী তা হতে দেয়নি

জাকির
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৯:০৫ অপরাহ্ন

“সাইকোপ্যাথ হাসিনা” এখন দিল্লির নিকট রসহীন আখের ছোবড়া ভিন্ন অন্য কিছু নয়!

আম জনতা
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

চিত্রশিল্পী কামরুল হাসান এরশাদকে বলেছিলেন বিশ্ব বেহায়া। তিনি বেঁচে থাকলে আপনাকে বলতেন মহাবিশ্ব ভ্রম্মান্ড বেহায়া। কারণ, আপনার মতো "চিজ" মহান আল্লাহপাকের সৃষ্টি জগতে আর দ্বিতীয়টি নেই। আল্লাহ সৃষ্টি করেছেন আঠারো হাজার মাখলুকাত। আর আপনি হলেন আঠারো হাজার একতম বিশেষ সৃষ্টি! এই পৃথিবী সৃষ্টির পর থেকে এমন অদ্ভুত প্রাণি আর কখনো আসেনি। আর আসবেওনা। আপনার কাছে এলিয়েনরাও হার মানবে! আপনার ভেতরে আল্লাহ মানবাত্মা নয়-ডাইনির আত্মা ফুঁকে দিয়েছেন। আপনি হাজার বছরের শ্রেষ্ঠ ডাইনি, মিথ্যুক, অভিনেত্রী, খুনি, অত্যাচারী। আপনার স্থান নিশ্চিত জাহান্নাম। শেষ বয়সে এসেও আজন্মের খাছলত যায়না। ধিক। ঘৃণার থুতু এক হিমালয় সমান। বাংলার মানুষকে আপনার জ্বালা থেকে মহান আল্লাহপাক স্বয়ং বাঁচিয়েছেন। সীমাহীন শুকরিয়া আল্লাহর দরবারে।

Jahirul hoque
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৮:৪৭ অপরাহ্ন

মাফিয়া খুনী হাসিনা, মানুষের কমেন্টস গুলা পড়ে দেখ। সারা দুনিয়ার মানুষ তোমায় চিনে গেছে। এইসব অভিনয় দিয়ে পার পাবে না। দেশে আসেন। আপনার বিচার হবে এই বাংলার মাটিতে।

Ismail Hossain Farha
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৮:৪৩ অপরাহ্ন

তোমার আসা দরকার কারণ বিডিয়ার বিদ্রোহর বিচার শুরু হবে,শাপলাচত্বর এর বিচার,২০২৪ এ তোমার মদদে হত্যাকান্ড এর বিচার দ্রুত করতে হবে।এজন্য তোমার দরকার এ দেশে। আসো আপা খুব দ্রুত

Shahin
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৮:৩৩ অপরাহ্ন

The following proverbs apply to Hasina very well: (1) What goes up must come down, (2) The bigger they are, the harder they fall.

Nam Nai
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৮:২৮ অপরাহ্ন

শেখ মুজিব আজ বেঁচে থাকলে ওর এই বিশ্ব-বেহায়া ঘৃণ্য মেয়ের জন্যে শতবার আত্মহত্যা করতো! এই খুনী, স্বৈরাচার, আপাদমস্তক মিথ্যাবাদী, মুনাফেক, ফ্যাসিস্ট, প্যাথলজিক্যাল লায়ার, সাইকোপ্যাথের চরিত্র কোনদিনও পরিবর্তিত হবেনা!!

আমিনুল হক
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৮:২৮ অপরাহ্ন

ছাত্রদের তু‌মি রাজাকার ব‌লে‌ছো। আবার শু‌নে‌ছি যার অন্ত‌র্নিহিত অর্থ দাড়ায় তু‌মি তা‌দের রাজাকা‌রের না‌তিপু‌তিই ব‌লে‌ছো। তু‌মি বরং নি‌জে‌কে শুধরাও। বেফাস কথাবার্তা বলা বন্ধ ক‌রো। রাজ‌নৈ‌তিক সুলভ ইচরণ ক‌রো, কর্তৃত্ববাদী নয়। আর হ‌্যা, তোমার বানা‌নো শামসু‌দ্দিন মা‌নিক সে তোমার বক্তব‌্যকে মি‌ডিয়ায় বারবার রি‌পির্ট ক‌রে‌ছে। এ‌দেরকে এভা‌বেই তৈরী ক‌রে‌ছো। তু‌মি যখন একটা মিথ‌্যা ব‌লো তারা শতমু‌খে সেটা‌কে সত‌্য ব‌লে প্রতিষ্ঠা ক‌রে। এসবই মা‌ফিয়া সরকা‌রের নী‌তি। তু‌মি এখন জয় বাংলা হ‌য়ে গে‌ছো। তোমার বিচার হওয়া জরুরী। নি‌জে হন্তারক হ‌য়ে নি‌জেই শোক প্রকাশ ক‌রে নি‌জের অপরাধ‌কে ঢাক‌তে চাও? তু‌মি তো আ‌রো লাশ চে‌য়ে‌ছি‌লো, সেটা অস্বীকার কর‌তে চাও? কেবল আয়নাঘ‌রের জন‌্য তোমার একশ বছ‌রের জেল হওয়া দরকার। বাকীসব তো হি‌সে‌বের বাই‌রে। বি‌ডিয়ার হত‌্যাকাণ্ড থে‌কে নি‌য়ে ২৪ এর জুলাই পর্যন্ত হিসাব কর‌লে এ‌তো বড় পা‌পের বোঝা তু‌মি এই বয়‌সে বহন কর‌তে পারবে না।

আহমদ ম‌য়েজ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৮:০১ অপরাহ্ন

তুমি কাকে কি বলেছো আর কি করেছো, তারই ফলস্বরূপ তোমাকে পদত্যাগ করে চোরের মত দেশ ছাড়তে হয়েছে। নির্লজ্জ মুনাফিক জালিম। এরকম জালিম সরকার এদেশে দ্বিতীয়টা কোনদিন আসেনি। আয়না ঘর হতে যারা এখন ছাড়া পাচ্ছে তারা তোমার কুকীর্তি সব ফাস করে দিয়েছে। এতই যদি তুমি আর তোমার দল ভাল হয়ে থাক, তাহলে তুমিসহ তোমার দলের নির্লজ্জ চাটুকারগুলো দেশ ছেড়ে পালাতে না। তোমার চাটুকারেরা তোমার কুকীর্তি সব জানে আর তাতে তারাও তোমার সাথে মিলিয়েছে, তাই নিজেদের পরিণতির কথা আঁচ করতে পেরে অনেকেই তোমার আগেই দেশ ছেড়েছে। তোমার সব কুকীর্তির সব সাক্ষী আছে। দেশে নাকি আসতে চেয়েছো!! আস, তোমার জন্য স্পেশাল আয়না ঘর বাসর ঘরের মত সাজিয়ে রাখার প্রস্তুতি নিচ্ছি। প্রতিটি রক্তের মূল্য তোমাকে দিতে হবে।

দেশপ্রেমিক
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৭:৫৫ অপরাহ্ন

আজ থেকে আপনার উপাধি "মিথ্যার সাগর " ।

Md Ohiduzzaman
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৭:২৭ অপরাহ্ন

"১২ কোটি মানুষ আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা" -আল্লামা সাইদি আলহামদুলিল্লাহ উনার কথা ১০০% কার্যকর

Mohibur Rahman
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৭:২৩ অপরাহ্ন

তোমার অপেক্ষায় বেগম বাজার জাদুঘর

বাংলাদেশের সন্তান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৭:২৩ অপরাহ্ন

এই মহিলার লজ্জা বলে কিছু নেই

হাসান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন

আজ যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো মেয়ে হিসাবে তোমাকে মেনে নিত না, তুমি নারী জাতির কলংক। তোমার মুখে এক তো অন্তরে আরেক।

জাহেদুল ইসলাম
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৬:৩০ অপরাহ্ন

চুপ!আয়না ঘরওয়ালি!! দেশটাকে অপসংস্কৃতি রাষ্ট্র বানিয়ে পালিয়েছ খুনি,স্বৈরাচার, হিংসুটে নির্লজ্জ মহিলা!

মো:আরিফ হোসাইন
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৬:২৯ অপরাহ্ন

হাসিনা একটা মিথ্যা বাদী স্বৈরশাসক, তার কথায় কথায় মিথ্যা আর মিথ্যা, বিভিন্ন গনহত্যার সাথে জরিত হাসিনা, এর শাস্তি বাংলাদেশের মাটিতে হবে

মোহাম্মদ সোহাগ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৬:২৬ অপরাহ্ন

মিথ্যা ছাড়া সে কোনো কথাই বলতে পারেনা

Matinur Chowdhury
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৬:০২ অপরাহ্ন

রাজাকারের নাতি বলা কি গালি নয়?

মোহাম্মদ হাসান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৫০ অপরাহ্ন

খুব দ্রুত বিজেপি-তে যোগ দাও এবং মোদির হাতকে শক্ত করো। তোমার বাবা মায়ের কবর তো বাংলার মাটিতে হয়েছে। তোমার কবর বাংলার মাটিতে না ও হতে পারে।

সুমন
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৪৭ অপরাহ্ন

চিত্রশিল্পী কামরুল হাসান এরশাদকে বলেছিলেন বিশ্ব বেহায়া। তিনি বেঁচে থাকলে আপনাকে বলতেন মহাবিশ্ব ভ্রম্মান্ড বেহায়া। কারণ, আপনার মতো "চিজ" মহান আল্লাহপাকের সৃষ্টি জগতে আর দ্বিতীয়টি নেই। আল্লাহ সৃষ্টি করেছেন আঠারো হাজার মাখলুকাত। আর আপনি হলেন আঠারো হাজার একতম বিশেষ সৃষ্টি! এই পৃথিবী সৃষ্টির পর থেকে এমন অদ্ভুত প্রাণি আর কখনো আসেনি। আর আসবেওনা। আপনার কাছে এলিয়েনরাও হার মানবে! আপনার ভেতরে আল্লাহ মানবাত্মা নয়-ডাইনির আত্মা ফুঁকে দিয়েছেন। আপনি হাজার বছরের শ্রেষ্ঠ ডাইনি, মিথ্যুক, অভিনেত্রী, খুনি, অত্যাচারী। আপনার স্থান নিশ্চিত জাহান্নাম। শেষ বয়সে এসেও আজন্মের খাছলত যায়না। ধিক। ঘৃণার থুতু এক হিমালয় সমান। বাংলার মানুষকে আপনার জ্বালা থেকে মহান আল্লাহপাক স্বয়ং বাঁচিয়েছেন। সীমাহীন শুকরিয়া আল্লাহর দরবারে। -জেনিফার সুলতানা।

জেনিফার সুলতানা
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৪০ অপরাহ্ন

মুর্খ মহিলা।ফেরাউনও লজ্জা পাবে।

মোঃ তরিকুল ইসলাম তার
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৩৩ অপরাহ্ন

ভারতের বসে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। আপামর জনতার দাবি হল ডাইনীকে দেশে এনে প্রকাশে ফাশি দেওয়া হওক

Nazmul haque
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৩৩ অপরাহ্ন

আমরা সত্য জেনে গেসি শেষ সময়েও কেড়ে নিতে চেয়েছিলে আরো কিছু তাজা প্রাণ বাহীনিটা বিগড়ে গেসে অধিক রক্ত ঝড়ানোর পরে। তাই পালিয়েছ ওহে খুনের পিয়াসি!!

kaka
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৩১ অপরাহ্ন

ইনশাআল্লাহ বাংলার মাটিতে ছাত্রদের হত্যার বিচার হবেই। যারা বলেছিল মদ খেয়ে আবু সাঈদরা করেই মাঠে নেমেছিল। তাদের বিচার ইনশাআল্লাহ হবে। সেই বিচারের রায় দেয়ার পর দেশ প্রেমিক শেখ হাসিনা যেন নিজেই এসে মামলা মোকাবেলা করে সে আহবান রাখবো। দেখি মানুষের লাশ দেখে খুশিতে আটখারা হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ প্রেমের দৃষ্টান্ত বিশ্বকে দেখায় কিভাবে!

কাজী এনাম
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৯ অপরাহ্ন

"""শুধু মাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়""" লাশের মিছিল না দেখে শুধু ক্ষমতায় থাকতে পারলেই হয় ? বয়স ত কম হয়নি । বয়স হলে মানুষের মন নরম হয়, মৃত্যু নিয়ে ভয়। এই সমস্ত ঝাউড়ামি কথা আর কত?

Saif
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৬ অপরাহ্ন

What's going on stop it now..it's too much..

Anwarul Azam
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৫ অপরাহ্ন

আওয়ামী লীগ বর্তমানে দেশে রাজনীতি করতে পারে। আশা করি এতে কোন আইনগত বাধা থাকার কথা না।

আকবর আলী
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৪ অপরাহ্ন

”পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে।” --- ভারতীয় বয়ান। বাজপেয়ী হেরে গিয়ে বলেছিল, ”বিজেপি হেরেছে, ভারত জিতেছে।” বোঝাই যাচ্ছে একই ভারতীয় লেখক এই বিবৃতি লিখেছে।

সলিম উল্লাহ্ এনায়েত
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৪ অপরাহ্ন

আপনি বল্লেন যে 'সেন্টমার্টিন দিয়েদিলে আপনি এখনো ক্ষমতায় থাকতেন'।আবার বল্লেন বাংলাদেশের জনগণ চায়নি তাই পদত্যাগ করেছেন। এখানে অভিনয়ের একটু গড়মিল আছে। আর আমি চাই আপনি শীঘ্রই ফিরে আসুন এবং আয়না ঘর, বিডিআর হত্যা, শাপলা চত্ত্বর এবং বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন। এগুলোর বিচার চাই।

Md. Ashraful Islam
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৪ অপরাহ্ন

হয় Mother of Mafia মিথ্যাবাদী না হয় (তার ছেলে জয়) ‘‘সারে হাজার’’ বিজ্ঞানী মিথ্যাবাদী।

মোঃ ছিদ্দিকুর রহমান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৪ অপরাহ্ন

সাপ মরে যাওয়ার পরও যেভাবে লেজ লারিয়ে বুজায় আমি মরিনাই তেমনি হাছিনার অবস্থা

Md Tamim
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৩ অপরাহ্ন

আমি হাসিনার মতো ডাইনি/রাক্ষসী জীবনে দেখি নাই।

saiful alam
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:১৩ অপরাহ্ন

নাটকের পরের পর্বে কি আছে, আপা?গণহত্যার নাটক তো কম দেখালেন না!

সাওদা
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:১৩ অপরাহ্ন

তোর উন্নয়ন তুই নেয়,১৮ লক্ক হাজার কোটি টাকা লোন ও মৃত মানুষ গুলো ফেরত দেয়।

জামাল, মোহরা।
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:১৩ অপরাহ্ন

স্বৈরাচারী, কর্তৃত্ববাদী উম্মাদরা মানুষের উপর অবর্ণনীয় ও নজিরবিহীন সন্ত্রাস, জুলুম -নিপীড়ন, হত্যা, জেল -জরিমানা, দুর্নীতি ইত্যাদি মানবতাবিরোধী অপকর্ম ও ধ্বংসযজ্ঞতা চালানো সত্বেও সব সময় তারা নিজেদের চরিত্রকে "ফুলের মত পবিত্র" হিসেবে দাবি করতে বিন্দুমাত্র লজ্জা অনুভব করেনা বা তাদের বিবেকে বাধেনা। কারণ, তারা তখন সম্পূর্ণ লজ্জা ও বিবেক শূন্য হয়ে যায়। তাদের এসব বিবেক ও লজ্জাহীন প্রলাপ শুনে ঘোড়াও অট্টহাসিতে ফেটে পড়ে, -তবে গাধা এর ব্যতিক্রম। তাই এসব স্বৈরাচারী উম্মাদেরা দেশ-জাতি -রাষ্ট্রের সবাইকে গাধা মনে করে বলেই এ ধরনের লজ্জাও বিবেকহীন কথা বলার দুঃসাহস দেখিয়ে থাকে। তাদেরকে তাদের এসব বিপর্যয়কর কাজ ও নীতি থেকে বিরত থাকতে বললে তারা তা মানে না। বরং তারা নিজেদেরকে বড় ভালো লোক হিসেবে দাবি করে। আল্লাহ তায়ালা এ ধরনের লজ্জা ও বিবেকহীন বিপর্যয়সৃষ্টিকারীদের ব্যাপারে বলেন: " যখনই তাদের বলা হয়েছে তোমরা দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, না, আমরা তো সংশোধনকারী। সাবধান! এরাই হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী। কিন্তু, তারা ( এ ব্যাপারে) কোন অনুভূতি ও চৈতন্য রাখেনা।" সূরা আল বাকারা, আয়াত, ১১-১২। স্বৈরাচারী ফেরাউন ও তার দলের সুবিধাভোগী- স্বার্থবাদী লোকজন নিজেদের ভয়াবহ কর্তৃত্ববাদী অপশাসন, খুন- হত্যা, রক্তের বন্যা, জুলুম -নিপীড়ন, দুর্নীতি, চুরি -ডাকাত ইত্যাদি অপকর্ম মূলক জঘন্য শাসনব্যবস্থাকে "অতি উত্তম ব্যবস্থা" হিসেবে দাবি করে হযরত মুসা এবং হারুনকে (আ:) তাদের এই কথিত উত্তম শাসনব্যবস্থার 'বিনাশকারী শক্তি' হিসেবে জনগণের কাছে 'বয়ান' দিতো এবং তাঁদেরকে নানা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করতো। তারা সাধারণ জনগণকে হযরত মুসা এবং হারুনের বিরুদ্ধে উস্কানি দিয়ে বলতো: " (ফেরাউনের) লোকজন বললো: এরা দু'জন তো নিছক যাদুকর। তারা নিজেদের জাদুর জোরে তোমাদেরকে তোমাদের দেশ থেকে উৎখাত করতে এবং তোমাদের আদর্শ -উৎকৃষ্ট ব্যবস্থার অস্তিত্ব খতম করে দিতে চায়। সুতরাং তোমরা তোমাদের সমস্ত কলাকৌশল একত্র করে একজোট হয়ে ময়দানে এসো। আজ (এ মোকাবেলায়) যারা জয়ী হবে, তারাই জিতে যাবে।" সূরা ত্বাহা, আয়াত,৬৩-৬৪।

নুরুল হুদা
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:০৮ অপরাহ্ন

বাংলাদেশের আয়না ঘরের সৃষ্টি কারী, জঘন্য দুষ্ট, ছাত্র জনতা কর্তৃক বিতাড়িত এই মহিলাকে ভারতের মতো একটি গনতান্ত্রিক দেশ কিভাবে আশ্রয় দেয় বুঝে আসে না

নাগরিক
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:০৮ অপরাহ্ন

জয়'কে একটু বলিয়েন যেন ভুলভাল না বলে !

ভেসেল
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:০৭ অপরাহ্ন

নাটক কম করো পিও, তুমি যে অস্কারজয়ী নাট্য অভিনেতা সেটা বাংলার জনগন বুঝে, এসব কথায় আর হাততালি পাচ্ছো না অন্ততঃ!

russell
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:০৫ অপরাহ্ন

একটা জেনোসাইড করে তাপরও কি আপনি রাজনীতিতে পুনরায় আসতে চান ? আচ্ছা, হিটলার কি পুনর্বাসিত হয়েছিল, সেটা কি সম্ভব ?

তানভীর
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:০৫ অপরাহ্ন

Request to all print and electronic media not to publish news of S Hasina and her liar son Joy.

Md. Badiul Alam Chow
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:০২ অপরাহ্ন

U R Great Criminal. Great Criminal.Great Criminal.Great Criminal.Great Criminal.Great Criminal.Great Criminal.

Akash Roy Chowdhury
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:০১ অপরাহ্ন

আমি প্রায়ই মানুষের সাথে একটা কথা বলি সেটা হলো -হাসিনা যদি অভিনয় করতো তাহলে মৌসুমী,শাবনুর,সাবানা,ববিতা তার কাছে পাত্তাই পেত না।

Md Sujon Akon
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৫৯ অপরাহ্ন

আপনি শুধু যাত্রাবাড়ী ফ্লাইওভার এর নীচে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার জন্য আপনি, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঐ পুলিশ র্যাব বাহিনীকে বিচার তথা ফাঁসীর কাঠ গড়ায় দাঁড় করাব। এরা ছিল নিতান্তই সাধারণ মানুষ, বেরিয়েছিল নিতান্তই মানুষ, একেবারেই নিরস্ত্র। একটি ঢিল ও ছূড়েনি। অন্তত সেই বিচারের অপেক্ষায় থাক।

Monsur
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৫২ অপরাহ্ন

আয়না ঘরের একটা রুম রেডি রাখা দরকার।

মিম মাসাদ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৫০ অপরাহ্ন

তুই ডাইনি

মো ছানা
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৫০ অপরাহ্ন

প্রিয় হাসু আপা, আমাদের ক্ষমা করে দিও। আমরা অকৃতজ্ঞ! যেখানেই থাক, সুস্থ থেক, ভালো থেক। শুভ কামনা রইল।

মাসুদুর রহমান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৪৮ অপরাহ্ন

কে ভাল করেছে আর কে খারাপ করেছে তা আল্লাহই জানেন। সততার জয় অবশ্যন্ভাবী।

md sharifuzzaman
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৪৫ অপরাহ্ন

Great liar!

M H Shayba
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৪৪ অপরাহ্ন

তুই একটা পাপী।

Mastr
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৪২ অপরাহ্ন

নাটক

হাবিব, আবুধাবী-ইউএই।
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৪১ অপরাহ্ন

ফাজলামির সীমা থাকা উচিত। তুমি হাসিনা কত মানুষকে গুম খুন হত্যা করেছে তার হিসাব জাতির কাছে আছে ইনশাআল্লাহ এর বিচার হবে।

Ahmed
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৪০ অপরাহ্ন

তোমার মুখে মধু অন্তরে বিষ, জনগন সেটা জানে তোমার মিষ্টি কোথায় আর চিরা ভিজবেনা তুমি স্বৈরাচার।

Akash Roy Chowdhury
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৩৮ অপরাহ্ন

নাটক কম করেন পিও। ৪০০+ মানুষ মেরেছেন, এখন আবার নতুন রাজনীতির ধান্দা করছেন? আপনার দু:শাষনের জন্য জনগণ অতিষ্ঠ। যেখানে আছেন সেখানে থাকেন। জনগণকে একটু শান্তি দেন।

Zahid
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৩৮ অপরাহ্ন

গনহত্যার নায়ক। নর পিশাচ। গণভবনে গনকবর দিয়ে তার পাশে কীভাবে শুতে পারে। এটা কোন সুস্থমানুষ কল্পনাও করতে পরবে না। কী এক ভয়ংকর দানব। মহান আল্লাহ আমাদের রক্ষা করেছেন।

mamun
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৩৪ অপরাহ্ন

গণ প্রজাতন্ত্রী'র নামে দেশে নির্বিচারে গুম, খুন, হত্যা, উন্নয়নের নামে দলীয় চাদাবাজী, ৭১ এর চেতনা দিয়ে গত ১৬ বছর যেভাবে শাসনের নামে শোষন করে গিয়েছেন। তারপরেও বলছেন আপনি নিরপরাধ?! আপনি লিবিয়ার গাদ্দাফী না, আপনি ইরাকের সাদ্দামও না, আপনি মিশর এর মুরসিও না, আপনি সে খুনি যে কারফিউ এর নামে নির্বিচারে ছাত্র-জনতা দের খুন করেছেন। আপনি সে খুনি পদত্যাগের আগের দিন ও ১০০ এর বেশী মানুষকে হত্যা করে দিয়েছেন। সেদিন দেশের মানুষও ভাবেনাই যে আপনি পদত্যাগ করে পালাবেন, যারা রাস্তায় ছিলো, তার জীবন হাতে রেখেই নেমেছিল। এ স্বাধীন আমাদের না, এ স্বাধীন দেশের। আপনার রাজনীতি জ্ঞান অনেক থাকতে পারে, কিন্ত দেশ চালানোর মতো জ্ঞান আপনার নাই। এই কথা দেশের মানুষগন লিখে দিতে পারবে!

mahi
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২৯ অপরাহ্ন

মিথ্যা কথা কম বলো পিও। সব তোমার নাটক

Sadek ali
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২৯ অপরাহ্ন

যত সামর্থ্য থাকতো আমার তাহলে বাংলার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা তাকেই দিয়ে দিতাম

Shakil
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২৭ অপরাহ্ন

- আপনি ক্ষমতায় থাকার জন্য কেন হাজার হাজার ব্যক্তিকে বন্ধুক যুদ্ধের নামে হত্যা করেছিলেন? - আপনি কেন শত শত লোককে বছরের পর বছর আয়না ঘরে বন্ধি করে রেখেছিলেন? - শাপলা চত্তরে কেন হত্যা যজ্ঞ চালিয়ে ছিলেন? - শত শত ছাত্রের বুকে কেন হত্যা করলেন? - পিলখানায় কেন ৫৭ সেনা অফিসারদের হত্যা করেছিলেন? - বিরোধী মতের লোকদের কেন ৯০ লক্ষাধিক মিথ্যা মামলা করেছিলেন? - কেন আপনি হাজার হাজার ব্যক্তিদের নির্যাতনের মাধ্যমে পঙ্গু করেছিলেন? - ছাত্রলীগের হাতে কেন অসংখ্য লোকদের হত্যা করেছিলেন? - বিনা বিচারে কেন আপনি জুডিসিয়াল হত্যা করেছিলেন? এগুলোর উত্তর জনগন জানতে যায়।

মোঃ মানসুর আলম সিকদা
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২৭ অপরাহ্ন

পদচ্যুত হাসিনা ভারতের মাটিতে বসে রাজনীতি করতে পারবে না।

তপু
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২৬ অপরাহ্ন

এসব বিভ্রান্তিকর চিঠি মুখে না বললে এখন দেশের কেউ বিশ্বাস করবেনা কারন উনি নিজেই গণহত্যার নির্দেশদাতা ছিলেন।

M.S.Rana
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২৪ অপরাহ্ন

ছি ছি এই বেটি এতো মিথ্যা কিভাবে বলে ? আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয!!! সে কে আসাদ..খান, বিপ্লব, হারুন, মনির আর আর শেখ হা, ওয়াজেদ.. জ..য় !!!

M Palash
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২৩ অপরাহ্ন

খুনি স্বৈরাচার মিথ্যুক নাটকবাছ, বিশ্বের সবচেয়ে বেহায়া স্বৈরাচারী মহিলা শাসক

উজ্জল
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২১ অপরাহ্ন

পিও পিও

নিজাম কুতুবী
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২০ অপরাহ্ন

তোমাকে ধরে এনে বিচার করা হবে ইনশা-আল্লাহ

Md Mazharul Alam
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২০ অপরাহ্ন

মা ও ছেলে উভয়ই মিথ্যাবাদী। মিথ্যার উপর নোবেল থাকলে অবশ্যই এদেরকে দেয়া যেতো।

আমিরুল ইসলাম
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১৯ অপরাহ্ন

নাটক বাদ দাও পিও বহু নাটক করেছো আয়না ঘর তোমার তৈরি,হেফাজতের ৪০০০ মানুষ কে গুলি করে মেরেছে তোমার খেলা, ছাত্র জনতা উপর নির্বিচারে গুলি তোমার খেলা, বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীদের গুম খুন করছো এটা তোমার খেলা, জাতি ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমাকে পিও। নাকে কান্না করে আর লাভ হবে না পিও, মানুষের আত্মা তোমার ভিতর নাই পিও। এখন ভারত বসে বসে আর ধান্দাবাজ করে লাভ হবে না ।

Abdul
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১৭ অপরাহ্ন

এই বুড়ি তুই বাচবি আর কয়দিন ? ঈশ্বরের দিব্বি মিছা কথা আর নাটক করা বাদ দে। তোর পেয়ারে মোদিজী তোকে যেমন আগে ব্যবহার করেছে এখনও তাই করছে। তুই যেমন অনেককে ব্যবহার করে আবার টিসু পেপারের মত ছুড়ে ফেলেছিস প্রয়োজন শেষ হলে ঠিক তেমনি তোর পেয়ারে মোদিজী তোকে তাই করবে মাইন্ড ইট।

ক্ষুদিরাম
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১৬ অপরাহ্ন

তোমার নাটকে আমরা অভ্যস্ত পিও।

সোহান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১৬ অপরাহ্ন

নিজের কর্মীদের দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানো হাসিনা জীবনে হাজার হাজার মানুষ হত্যা করেছে।জাতি সবই জানে।

Riyan
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১৫ অপরাহ্ন

সে এই জামানার ফেরাউন। শাপলা চত্বর হত্যাকান্ড, আয়না ঘর, হাজার হাজার লোককে গুম খুন, ছাত্র -জনতা গণহত্যা, বিরোধী দলের নেতাদের নামে ৬০ লক্ষ্য মামলা, একজনের নামে ৪৫০টি মামলার রেকর্ড, নৈশ ভোট, ডামি নির্বাচন, ব্যাঙ্ক লুট আরো কত শত অপরাধ!!! শেষ সময়ে সে সেনাবাহিনীকে বলেছিলো আরো শক্তি প্রয়োগ করতে। ওরে জাহান্নামের কোন জায়গায় রাখবেন আল্লাহই জানেন!

Shamsul Alam
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১৫ অপরাহ্ন

কে সঠিক ? জয় নাকি আপনি ? জয় বল্লো যে আপনি পদত্যাগ করেন নি আর আপনি বলছেন যে আপনি পদত্যাগ করেছেন। তাহলে ধরি নিতে হয়, আরেকটা জুডিসিয়াল কু এর যে খবর বের হয়েছে তা সত্যি। আপনি এবং আপনার দুসোর রা এই কু করতে চেয়েছিলেন। আর রক্তপাত এর কথা বলছেন? বিগত ১৫/১৬ বছরে কি পরিমান রক্ত আপনি ঝরিয়েছেন তার হিসাব নিশ্চয়ই আপনার কাছে আছে। এই আপনি ই বলেছিলেন "একটা লাশ পরলে ১০ তা লাশ পরবে"। এই আপনি ই ছাত্রলীগ কে বলেছিলেন যে "ছাত্রলীগ হাতে চুড়ি পড়ে বসে থাকবেনা।" আজ ২০২৪ শে পুলিশ সহ যত গুলো মানুষ নিহত হয়েছে, ভাংচুর হয়েছে তার সব ই হয়েছে আপনার ক্ষমতায় থাকার লোভে। এমন কি ৫ তারিখ সকালে আপনি বাংলাদেশের সেনাবাহিনী কে বলেছিলেন অবস্থা আপনার অনুকুলে আনার জন্য যা যা দরকার তাই করার জন্য অর্থাৎ এতেও আপনার আরো গনহত্যার আহবান ছিলো। আমরা যারা ৯০ এর আন্দোলনে ছিলাম তারা জানি আপনি আপনার স্বার্থ আর ক্ষমতায় থাকার জন্য এমন কিছু নাই যা আপনি করতে পারেন না। আর দেশের সম্পদের কথা বলছেন? আপনার পিওনের সম্পত্তি ৪০০ কোটি টাকা। আর মন্ত্রী, এমপি, দলের নেতা কর্মী রা যে কত লক্ষ কোটি টাকা কামিয়েছে তা বঝার জন্য বিদেশের ব্যাংক এর খুঁজ তো পরের কথা রাস্তায় আপনার দলের পাতি নেতারাও তার জলন্ত উদাহারন। কই তখন তো আপনি কিছু বলেন নি। আর এখন আপনি এবারের আন্দোলনের কথায় যায় বলুন না কেনো, আমরা তো আপনার বক্তব্য শুনেছে, কি তাচ্ছিল্য ভাবে আপনি আন্দোলনকারীদের কে কথা বলেছেন দেশের মানুষ কে অপমান করেছেন। কি ভাবেন নিজেকে আপনি একাই চালাক? আমরা দেশের জনগন কি বলদ? হুম বলদ হতে পারে টুঙ্গি পারার সেই দুই একটা ইউনিয়নের মানুষ জন, দেশের সবাই সচেতন। আর আশা কইরেন না যে আপনি আবার আগের মত পরাক্রমশিল ডিক্টেটর হতে পারবেন। আপনি ভালো থাকুন।

মাকসুদ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১৩ অপরাহ্ন

নাটক কম করো পিও। মহাবিশ্ব স্বৈরাচার খুনি হাছিনা চরম মিথ্যা বাদী ও প্রতারক ভন্ড।মিথ্যার রাণী বলে কী? শত শত লাশের উপর দিয়ে শেষ মূহুর্ত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু যখন দেখলেন নিজের নিরাপত্তা হুমকির মুখে তখন দেশ ছেড়ে পালালেন। দেশটাকে ধ্বংস করে পালালেনআপনি তো ছাত্র মারেন নি তারা এমনেই মারা গেছে। তাই হিসাব টা একদিন এমনি হবে। ইনশা আল্লাহ fasi chi 10 bar

Fastboy
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১২ অপরাহ্ন

মিথ্যার রাণী তুমি । মিথ্যা কথা বলতে তোমার কি একটুও খারাপ লাগেনা !

Md Mazharul Alam
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১২ অপরাহ্ন

নাটক । ফাইজলামির জায়গা পাননা ?আপনার মতো নমরুদরা কখনো রক্ত না খেয়ে বিদায় (পলায়ন ) করেনা। ধরা খেয়ে এখন মায়া কান্না করেন ?৫৭ সেনা হত্যার হিসাব দিয়ে যান আগে। অনেক জ্বালাইছেন এইবার দেশের মানুষকে আপনার ধ্বংস করে যাওয়া দেশটাকে আবার নতুন করে শান্তিমত গড়ে তুলতে দিন। এইবার যদি আপনি অস্কার না পান তাহলে আমি আন্দোলনে নামব , হলিউড কে দেখে নেবো এতো বড় অভিনেত্রী কি করে তারা এড়িয়ে যায় ??

explorer
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৪:১০ অপরাহ্ন

নাটক কম করো পিও!....... তুমি যে অন্যের প্রেমে আসক্ত সেটা আমরা খুব ভালো করেই বুঝি!!

Anamul Hasan
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:৫৪ অপরাহ্ন

She is liar, still lying. Don't beleive her.

Mkhan
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:৫১ অপরাহ্ন

আপনার ছেলে এক কথা বলে,আপনি আরেক কথা বললেন।।। আসলে কে ঠিক? আপনার এবং আপনার ছেলের মাথা যে ঠিক নাই,তা আপনার ছেলের গত দুই দিনের কথাতেই সব পরিষ্কার বোঝা যায়।

Abdul Malek
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:১৫ অপরাহ্ন

Now you are in India and already learned how to make drama like Indian actors You are talking like innocent but who made Aynaghar? Who has given order to shoot our students? Who created monster like S alam? Who given everything to India? Who made police department as killer forces? Who made 3 elections funny? Who increased 200% price of livelihood goods? Who made bsl as a criminal student party? Who created samrat, papia, benzir, aziz?? Fazlami koros buri mafia??????

Rashedul Hasan
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:১৪ অপরাহ্ন

তোমার মুখে মধু অন্তরে বিষ, জনগন সেটা জানে তোমার মিষ্টি কোথায় আর চিরা ভিজবেনা তুমি স্বৈরাচার।

Kazi Mahabub
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০৭ অপরাহ্ন

মরার আগ পর্যন্ত কুকুরের লেজ সোজা হয় না, নাটক আর মায়া কান্নার জন্য একটি নোবেল পুরস্কার তাকেই দেয়া হোক !!!

abu-mahtab
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০৬ অপরাহ্ন

আর নাটক করোনা পিও।

মুশফিকুর রহমান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০৬ অপরাহ্ন

বাস্তবতা মেনে নিন। বয়স অনেক হয়েছে। এই বয়সে যত অন্যায় অত্যাচার করেছেন তার জন্য কায়মনে আল্লাহর কাছে মাফ চান। যে কয়দিন বেচে থাকবেন, ততদিন সবকিছু বাদ দিয়ে নামাজ কালাম নিয়ে সময় কাটান। দেশে আর অশান্তি সৃষ্টি করিয়েন না। অনেক হয়েছে, এবার দয়া করে মুখ বন্ধ করুন, বিদেশে বসে দেশের নিরীহ কর্মিদের আন্দোলনের নামে বিপদে ও দেশকে অশান্তির মধ্যে ফেলে দিবেন নাহ। আল্লাহ আপনাকে এবং আপনার অনুসারী দের হেদায়েত দান করুন।

Shima
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০৬ অপরাহ্ন

এই চিঠি পড়ে বড় শয়তানও কান্না করতেছে , কারণ সেও ইনার কাছে ফেল করেছে।

N. Islam
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০৫ অপরাহ্ন

আমার বর্তমান বয়স ৫৭। আমার বুঝ হওয়ার পর থেকেই শুনছি আমেরিকা সেন্টমটিন দখল চায়। কিন্তু আজ পর্যন্ত দখলে নেয়নি। বিষয়টি কেমন অবাক করা! আমার সুযোগ হয়েছে আমেরিকায় যাওয়ার এবং সেখানে কাজের সুবাধে ১২ বছর থাকার। বাংলাদেশের প্রতি ভালোবাসার কারণে দেশে আসলাম। শেখ হাসিনা ও ওনার ছেলে বাংলাদেশকে ভালোবাসে এবং আমেরিকাকে ঘৃণা করে কিন্তু ওনার ছেলে থাকে আমেরিকায় এবং বিয়েও করেছেন আমেরিকান কি আজব খেলা। এখন শেখ হাসিনাও যেতে চাইছেন আমেরিকায় বুঝতে কষ্ট হচ্ছে

Shaheen
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০৫ অপরাহ্ন

News media should band AL statement to circulate and transmission in the media and Newspaper cuz they are trying to spreading wrong statement to the people. !!!

kim
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০৩ অপরাহ্ন

আমরা ভালো আছি,আপ্নেও ভালো থাকবেন নতুন দিল্লীতে!

Akkel
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০৩ অপরাহ্ন

স্বৈরাচারের বক্তব্য ভিত্তিহীন।শেষ মুহুর্তে আরো লাশের বিনীময়ে স্বৈরাচার ক্ষমতায় থাকতে চেয়েছিল।

MU
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৩:০০ অপরাহ্ন

একটা মানুষ কত মিথ্যা বলতে পারে। আমরা সবাই কি অন্ধ, বোবা যে কিছু দেখিনি কিছুই শুনিনি?

Mobarak Sarker
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৫৮ অপরাহ্ন

এটা হাসিনার কথা বা উপলব্দি হতেই পারেনা। লিখিত হয়েছে। অন্যের ভাষনের মতো মনে হয়। জয় কালই বলেছে সে পদত্যাগ করেননি। আজই এই অছিয়ত নামা। আপনার লোকগুলো মতলববাজ, ডাফার- আপনাকে এখনো আরও ডোবানোর চেষ্টাই করছে। সেলুকাস !!!

দিপ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৫৬ অপরাহ্ন

আপনার ফাঁসি চাই, আপনি খুনি..আপনার বুক একটুও কপ্লনা ছোট ছোট শিশুদের গুলি করতে? আপনি আসেন চলে গেলেন কেন? রা

Mahmud
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৫৫ অপরাহ্ন

ফাইজলামির জায়গা পাননা ?আপনার মতো নমরুদরা কখনো রক্ত না খেয়ে বিদায় (পলায়ন ) করেনা। ধরা খেয়ে এখন মায়া কান্না করেন ?৫৭ সেনা হত্যার হিসাব দিয়ে যান আগে। অনেক জ্বালাইছেন এইবার দেশের মানুষকে আপনার ধ্বংস করে যাওয়া দেশটাকে আবার নতুন করে শান্তিমত গড়ে তুলতে দিন।

Md Shahjahan Bhyain
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৫৪ অপরাহ্ন

এইবার যদি আপনি অস্কার না পান তাহলে আমি আন্দোলনে নামব , হলিউড কে দেখে নেবো এতো বড় অভিনেত্রী কি করে তারা এড়িয়ে যায় ??

Obak
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৫৪ অপরাহ্ন

মিথ্যাবাদী মহিলা, শেষ চিঠিতেও মিথ্যায় ভরপুর। সেন্ট মার্টিন, বঙ্গপোসাগর, ইত্যাদি সব মিথ্যা কথা, বানানো কথা, তার মিথ্যা কথা চিড়া ভিজবে না। বাংলাদেশের মানুষ কখনো তার শক্তি ছিলো না, তার শক্তি ছিলো পুলিশ, এই পুলিশকে সে ঢেলে সাজিয়ে ছিলো, গত 14 নির্বাচনের পর থেকে, সে জানতো তার বিকল্প ড. ইউনুস, সেই জন্য তার চরিত্র হনন করার চেষ্টার ত্রুটি করেনি

Shahin
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৫৩ অপরাহ্ন

একজন আয়না ঘরের পরিচালক, খুনি কখনো এমন ভাষায় কথা বলেনা, এটা বানানো।

মোঃ আবদুল্লাহ আল মাম
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৫১ অপরাহ্ন

You have killed at least 12000 people's of Bangladesh during your autocratic rule.

NADIM AHAMMED
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৯ অপরাহ্ন

কতবড় মিথ্যাচার। ৪০০+ হত্যাকান্ড বিগত ১ মাসে এই পিশাচিনীর নির্দেশে হয়েছে। পতিত স্বৈরাচার।

Tipu
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৭ অপরাহ্ন

নির্বাসিত হয়ে দেশপ্রেম উতলিয়ে উঠছে।।।

নরেন্দ্রনাথ মোদি
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৭ অপরাহ্ন

এক সময় ভাবতাম, হয়তো আমিই পৃথিবীর শেরা মিথ্যাবাদী। কিন্তু ধীরেধীরে আমার সেই ধারনা ভূল প্রমাণিত হচ্ছে। আল্লাহ্‌, আপনি আমাকে সহ সকল মিথ্যাবাদীকে হেদায়েত দান করুন।

আরিফ রেজা
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৬ অপরাহ্ন

অসময়ের উপলব্ধি জাত অনুসূচনা ইতিহাসের পাতায় খলনায়কের অসহায় উক্তি অথবা সহানুভূতি সৃষ্টির অপকৌশল হয়ে থাকবে। কারন দুষ্টের ছলের অভাব হয় না। কত অপমান কত নির্যাতন কত নিরাপরাধের জীবন বিপন্ন করে আপনি আজ সাধু মহাজনের নূতন ভূমিকায়। হায় ধরণী! বিদীর্ন হও!

মোহাম্মদ হারুন আল রশ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৫ অপরাহ্ন

natok kom koro peoooooo

mohammad noor amin
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৪ অপরাহ্ন

পিলখানা হত্যাকান্ড ও ছাত্রজনতা হত্যাকাণ্ডের জন্য, ইনশা আল্লাহ বাংলাদেশের মাটিতে কঠিন বিচার হবে এটাই ১৮ কোটি জনতার প্রত্যাশা।

রাসেল
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

খুব ভালো খবর দিলেন। আমেরিকা আসলে অন্তত 20 লক্ষ রোহিঙ্গা ফেরত পাঠানো যেতে পারে।

M. Kamruzzaman
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

সংবাদপত্র বা মিডিয়া সমুহকে আহবান জানাই, খুনি প্যাথলজিকাল লায়ার হাসিনার সংবাদ প্রকাশ করবেন না।

তারেক
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

ওরে বাটপার. ওরে পাপি.

RAHAMAN MIZANUR
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪১ অপরাহ্ন

STILL SHE IS TELLING LIES

KAZI S.
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪১ অপরাহ্ন

মানুষ এখন জেনেগেছে আপনি কি রকম ক্ষমতা লুভী। এই গুলো আর এখন কেউ বিস্বাস করে নাহ।

August
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪০ অপরাহ্ন

আপনি তো ছাত্র মারেন নি তারা এমনেই মারা গেছে। তাই হিসাব টা একদিন এমনি হবে। ইনশা আল্লাহ

মো: আক্তারুজ্জামান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪০ অপরাহ্ন

বিচার চেয়েছেন, বিচার হবে ইনশাআল্লাহ। আর সেই বিচারে আপনাকে প্রথম আসামি করা হবে।দুনিয়াতে এবং আখেরাতে।

Jubaer ahmed
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪০ অপরাহ্ন

She ordered her relative army chief Waqar to kill students and ordinary people but he refused. She must face justice.

Tanvir Mahan
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৩৬ অপরাহ্ন

নাটক কম করো পিও!

আরিফ বিন নজরুল
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৩৫ অপরাহ্ন

ছেলে বলে পদত্যাগ করেনি মা বলে পদত্যাগ করছি তাদের কথা যেন মিডিয়ায় না আসে। ভারত বসে কলকাঠি নারতেছে।

জিশান আহমেদ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৩৩ অপরাহ্ন

এবার কোমলমতি ছাত্রদের আবেগ নিয়ে খেলার ধান্দা । আর ধোকায় পড়বে না এদেশের মানুষ ।

MONIR
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৩২ অপরাহ্ন

রাজা লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়েছেন লজ্জা করছেনা আপনার কথা বলতে?

মিলন আজাদ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৩০ অপরাহ্ন

এত সুন্দর করে লিখছেন বা উপস্থাপন করছেন, তা বুঝলাম। দেশের তরুন সমাজ তথা দেশের মানুষের মনোভাব অনেক দেরিতে হলেও উপলব্ধি করতে পারলেন। তবে এখানে প্রশ্ন হলো- আয়না ঘর, গুম,খুন এগুলো কার নির্দেশে হয়েছে? যা দেখলে দম বন্ধ হয়ে যায়? আপনি এত নিষ্ঠূর কেন? আবার দেশের প্রতিনিধিত্ব করেন? মানুষ বিপদে পরে সত্যি কথা বললে তা ভনিতা মনে হয়। আপনার উপর শ্রদ্ধা রেখে বলছি, বাংলার জনগণ আর ধোকা খেতে চায় না।

W. Islam
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৩০ অপরাহ্ন

Why did Hasina leave Bangladesh after her resignation?

Dr. Khan
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৯ অপরাহ্ন

গত ৭ই আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠি এত দিন পর কেন বাংলাদেশীদের নজরে আসল। ডাল কুছমে কালা হ্যায়।

হেদায়েত উল্লাহ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৯ অপরাহ্ন

How funny she is talking like

Md. Anisur Rahman
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৯ অপরাহ্ন

নতুন নাটক শুরু করেছে ফ্যাসিষ্ট খুনি হানিনা ও আওয়ামীলীগ। এসব নাটক দেখে আমরা অভ্যস্ত।

Md Polash
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৯ অপরাহ্ন

ekta baje Mohila

Tutul
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৯ অপরাহ্ন

আপনার ছেলে ত বলল যে, আপনি এখনো প্রধানমন্ত্রী, আপনি পদত্যাগ করেননি। কাকে বিশ্বাস করব, আপনাকে নাকি আপনার ছেলেকে? দুজন মিলে উল্টাপাল্টা কথা বলে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছেন। দেশকে সত্যিই ভালবাসলে নিজ দলের লোককে ডাকাতি বন্ধ করতে বলেন, মন্দিরে ও স্থাপনায় আক্রমণ ও আতংক ছড়াতে বন্ধ করেন, হিন্দুদের দিয়ে আন্দোলনের নামে নিজেরা মিলে মিশে মাঠে না নেমে ঘরে ফিরে যান, হিন্দুরা আল্লাহর রহমতে অনেক নিরাপদ ও বাক স্বাধীনতা নিয়ে বসবাস করছে, যা আপনার আমলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরাও এত নিরাপত্তা ও স্বাধীনতাপায়নি।

ম্যাক
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৮ অপরাহ্ন

আমরা জেনেছি, সে যাবার আগে টিক্কা খানের মত বলেছিল, যত পার মার। ভাগ্যিস, আর্মি পাক-বাহিনীর মত রাজী হয় নি।

পাঠক
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৭ অপরাহ্ন

আপনার পোলা বললো পদত্যাগ করেন নাই আবার আপনি এখন বলেন পদত্যাগ করেছেন. বুঝতে পারতেছেন আপনাদের পরিবারের সবার মাথায় সমস্যা দেখা দিচ্ছে?

সিরাজ
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৬ অপরাহ্ন

পরাজিত সেনাপতির মূল্য অনেক কিন্তু পালয়নকারী সেনাপতি কাপুরুষ।

M. Kamruzzaman
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৬ অপরাহ্ন

মিথ্যাবাদী। মিথ্যা তাকে ধ্বংস করেছে।তারপরও মিথ্যা ছাড়তে পারেনি।

জাহাঙ্গীর আলম
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৫ অপরাহ্ন

She deserves Oscar... May Allah bless her short life.. Students and children killer

Sajal kanti
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২৪ অপরাহ্ন

আহা! কি নির্লজ্জ "আমি পদত্যাগ করেছি, শুধু মাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়" , "আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়"। আপনি চলে আসুন, আপনার উপযুক্ত বিচার এই দেশের আদালত করবে, আপনার সব গনহত্যার বিচার আমরা সচক্ষে দেখতে চাই।

ইমন
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২২ অপরাহ্ন

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা......

রহমান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২০ অপরাহ্ন

মিথ্যার রাণী বলে কী? শত শত লাশের উপর দিয়ে শেষ মূহুর্ত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু যখন দেখলেন নিজের নিরাপত্তা হুমকির মুখে তখন দেশ ছেড়ে পালালেন। দেশটাকে ধ্বংস করে পালালেন।

Shahidul
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:২০ অপরাহ্ন

Stay in India and enjoy life happily together with modi. You don't have to worry about Bangladesh. Bangladesh will be great without you.

Syed
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৮ অপরাহ্ন

পৃথিবীর বিভৎস খুনি বর্বর নিকৃষ্ট স্বৈরাচার তুমি, তোমাকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে

Md Badsha Bulbul
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৭ অপরাহ্ন

নাটক কম করো পিও।

Bangladeshi
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৭ অপরাহ্ন

Who is right You or your son? All of you are monster. Hasina is a psychopath killer. We need to ensure her trial for massacre- July,2024. The whole world have seen everything. Be ready for punishment.

Mamoon
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৭ অপরাহ্ন

She is searching sympathy

lutfor
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৪ অপরাহ্ন

মহাবিশ্ব স্বৈরাচার খুনি হাছিনা চরম মিথ্যা বাদী ও প্রতারক ভন্ড।

মোঃ মনিরুজ্জামান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৪ অপরাহ্ন

..আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়।.. নিজের অপরাধ স্বীকার করে নিজেই নিজের বিচার চাওয়ায় দ্রুতই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এটাই বিপ্লবী ছাত্র জনতার প্রত্যাশা।

মোহাম্মদ আলী রিফাই
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৩ অপরাহ্ন

আপনি কি কইছেন এসব বিষয় না,আপনি কি করছেন সেটা চিন্তা করেন! কারা আমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়ে ছিলো!লাশ তো আপনি ফেলছেন,আপনি মানুষিক রুগী তাই এসব অবাস্তব চিন্তা করেন।আমাদের চিন্তা আপনার মতো ফালতু মহিলার করতে হবেনা।মরার ভয়ে পালাইছে,আসলেই গণপিটুনি নয়তো ফাঁসি।

Rumon
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৩ অপরাহ্ন

গণ প্রজাতন্ত্রী'র নামে দেশে নির্বিচারে গুম, খুন, হত্যা, উন্নয়নের নামে দলীয় চাদাবাজী, ৭১ এর চেতনা দিয়ে গত ১৬ বছর যেভাবে শাসনের নামে শোষন করে গিয়েছেন। তারপরেও বলছেন আপনি নিরপরাধ?! আপনি লিবিয়ার গাদ্দাফী না, আপনি ইরাকের সাদ্দামও না, আপনি মিশর এর মুরসিও না, আপনি সে খুনি যে কারফিউ এর নামে নির্বিচারে ছাত্র-জনতা দের খুন করেছেন। আপনি সে খুনি পদত্যাগের আগের দিন ও ১০০ এর বেশী মানুষকে হত্যা করে দিয়েছেন। সেদিন দেশের মানুষও ভাবেনাই যে আপনি পদত্যাগ করে পালাবেন, যারা রাস্তায় ছিলো, তার জীবন হাতে রেখেই নেমেছিল। এ স্বাধীন আমাদের না, এ স্বাধীন দেশের। আপনার রাজনীতি জ্ঞান অনেক থাকতে পারে, কিন্ত দেশ চালানোর মতো জ্ঞান আপনার নাই। এই কথা দেশের মানুষগন লিখে দিতে পারবে!

শাহ মোহাম্মদ সীম্যান
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১৩ অপরাহ্ন

I think this statement is scripted by India.

salek
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১২ অপরাহ্ন

নাটক কম কর পিও

আব্দুল চৌধুরী
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১২ অপরাহ্ন

a hypocrite!

Fazlul
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১২ অপরাহ্ন

এতো মিথ্যা বল।তোমার কি বিন্দু পরিমাণ লজ্জা ও নেই।।।

Siraz
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১১ অপরাহ্ন

কবি বলেন "তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে" !

কবির
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:১০ অপরাহ্ন

হাসিনার চক্রান্তের শেষ কোথায় ?

Khokon
১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:০৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status