ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বাড়িতে হামলার খবরকে গুজব বললেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ অপরাহ্ন

mzamin

শেখ হাসিনার পতনের পর সারাদেশে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরমধ্যে জাতীয় দলের সাবেক ও বর্তমান দুই ক্রিকেটারের বাড়ি ও অফিসে হামলার ঘটনা ঘটে। দু’জনই ছিলেন বিলুপ্ত সরকারের সংসদ সদস্য। এরপর লিটন কুমার দাসের বাড়িতে হামলার গুজব ছড়িয়ে পড়ে। তবে লিটন জানিয়েছেন, তার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন অনুরোধ করেন গুজবে কান না দিতে। নিজের ফেসবুক পেইজে একটি পোস্টে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে। যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

লিটন একই পোস্টে আরো লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুর বাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ, দেশটা আমাদের সবার।’

৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। তিনি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া আরেক এমপি সাকিব আল হাসানের রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়।
 

পাঠকের মতামত

লিটন দাসকে ধন্যবাদ। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে সব ধর্মের বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করতে পারি।

Harun Rashid
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ১১:১১ অপরাহ্ন

আরো আগেই আপনাকে এই বিষয়ে সামাজিক মাধ্যমে জানানো উচিৎ ছিল, বরঞ্চ গুজবটি বের হওয়ার সাথে সাথে কারণ গুবজটি এখন বের হয় নাই। আপানাকে ধন্যবাদ, আমরা সবাই একসাথে মিলে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের অপেক্ষায় জনতা...

রহমান
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৮:৪৩ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status