রাজনীতি
নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও সন্দেহ নেই: খসরু
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫৪ পূর্বাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হবেই। এ নিয়ে বাংলাদেশ এবং বাইরের কারও মনে কোনো সন্দেহ নেই। এজন্যই আন্দোলন হয়েছে এবং রক্ত দিয়েছে। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
কবে নাগাদ নিরপেক্ষ নির্বাচন হবে- এমন প্রশ্নের জবাব সরাসরি না দিলেও আমীর খসরু বলেন, বাংলাদেশের বড় ধরনের পরিবর্তন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এরসঙ্গে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ছিল। বিশেষ করে জাতিসংঘের। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, এটা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকের সকলের সেই শঙ্কা কেটে গেছে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন।