বাংলারজমিন
বান্দরবানে পুলিশে অসন্তোষ দুই গ্রুপে উত্তেজনা
বান্দরবান প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবারবান্দরবানের বালাঘাটা পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবলদের ডিউটি পালনে অনীহা প্রকাশ করার কারণে দুই গ্রুপ হয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল দুপুরে বালাঘাটা পুলিশ লাইন্স ব্যারাকে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ লাইন্সে কর্মরত একজন পুলিশ কনস্টেবল জানান-সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয় বহু পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আর অনেক অফিসার পালিয়ে গেছেন। বর্তমানে এজন্য আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সদস্য ডিউটি করার অনাগ্রহ প্রকাশ করে। কিন্তু পুলিশ অফিসারেরা ডিউটি পালন করার জন্য বেশি চাপাচাপি করলে কনস্টেবলরা একপ্রকার বিদ্রোহ ঘোষণা করে পুলিশ লাইন্সের ভিতরে ভূয়া ভূয়া স্লোগান দিতে শোনা যায়। পুলিশ লাইন্সে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিনকে একাধিকবার মুঠোফোনে কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।