বাংলারজমিন
সরাইলে আওয়ামী লীগ সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ-ভাঙচুর, লুটপাট
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবারশেখ হাসিনার পদত্যাগের পর আনন্দে উত্তাল সমগ্র সরাইল। চারদিকে বিজয় মিছিলের স্রোত। মঙ্গলবার সরাইল সদরে সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল। এর আগে সোমবার বেলা ২টার পর মাথায় লাল কাপড় বেঁধে লাঠিসোটা হাতে রাস্তায় নেমে পড়েন হাজার হাজার বিক্ষুব্ধ লোকজন। তারা আনন্দের পাশাপাশি হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটে জড়িয়ে পড়ে। এতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, যুবলীগ নেতা শাহ মো. কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ বাপ্পির বাসভবন হামলার শিকার হয়। আন্দোলনকারীদের রোষানলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকজন ব্যবসায়ী।
সরজমিন অনুসন্ধান, স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, বাংলাদেশের ১৬ বছরের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করতে বাধ্য হন। তাই দেশ স্বাধীনের ঘোষণা দিয়ে আনন্দে ভাসতে থাকে সরাইল। মিছিলে স্ল্লোগানে মুখরিত হয়ে ওঠে সরাইলের গ্রামগঞ্জ, অলিগলি। এর গত সোমবার বিকাল ৩টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষ আনন্দ মিছিল করে হামলা চালায় কালিকচ্ছের বাঘবাড়ী এলাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, টানা দ্বিতীয়বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমের বাসভবনে।