বাংলারজমিন
সরাইলে আওয়ামী লীগ সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ-ভাঙচুর, লুটপাট
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবার
শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দে উত্তাল সমগ্র সরাইল। চারদিকে বিজয় মিছিলের স্রোত। মঙ্গলবার সরাইল সদরে সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল। এর আগে সোমবার বেলা ২টার পর মাথায় লাল কাপড় বেঁধে লাঠিসোটা হাতে রাস্তায় নেমে পড়েন হাজার হাজার বিক্ষুব্ধ লোকজন। তারা আনন্দের পাশাপাশি হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটে জড়িয়ে পড়ে। এতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, যুবলীগ নেতা শাহ মো. কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ বাপ্পির বাসভবন হামলার শিকার হয়। আন্দোলনকারীদের রোষানলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকজন ব্যবসায়ী।
সরজমিন অনুসন্ধান, স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, বাংলাদেশের ১৬ বছরের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করতে বাধ্য হন। তাই দেশ স্বাধীনের ঘোষণা দিয়ে আনন্দে ভাসতে থাকে সরাইল। মিছিলে স্ল্লোগানে মুখরিত হয়ে ওঠে সরাইলের গ্রামগঞ্জ, অলিগলি। এর গত সোমবার বিকাল ৩টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষ আনন্দ মিছিল করে হামলা চালায় কালিকচ্ছের বাঘবাড়ী এলাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, টানা দ্বিতীয়বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমের বাসভবনে। দুইতলা ভবনের নিচের ৮টি কক্ষে একসঙ্গে অগ্নিসংযোগ করে। পরোক্ষণেই ভাঙচুর আর লুটপাটে মেতে ওঠে বিক্ষুব্ধ লোকজন। স্থানীয় কয়েক জনের নেতৃত্বে সকল আলমারির তালা ভেঙে ৫২ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ টাকা, কাপড়চোপড় আসবাবপত্রসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের মালামাল লুটে নেয়। পাঁচটি এসি’র আউটডোর মেশিন ভেঙে বিকল করে দেয়। ঘণ্টাব্যাপী তাণ্ডবে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে পড়েন পরিবারের সকল সদস্য। যাওয়ার সময় তার মেয়ের জামাতার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে। একই দিন সরাইল সদরের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সম্রাট ফার্নিচার্সে হামলা চালিয়ে ডিজিটাল সাইনবোর্ডটি ভেঙে ফেলে তারা। বিস্মিল্লাহ্ ইলেকট্রনিক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের মালি মো. আশরাফ বলেন, আমার প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। হাসপাতাল মোড়ের মিছিল থেকে সরাইল-নাসিরনগর সড়কের পাশে বড্ডাপাড়া এলাকায় মৃধা ফয়সাল আহমেদ দুলালের তিনতলা ভবনে হামলা চালায়। তারা ভবনের গ্লাস ভাঙার পাশাপাশি ওই ভবনের ভাড়াটিয়া দৈনিক প্রথম আলোর সরাইল প্রতিনিধি মোহাম্মদ বদর উদ্দিনের মোটরবাইকটি পুড়িয়ে দেয়। সদরের নিজসরাইল গ্রামে প্রবেশ করে বিক্ষুব্ধ লোকজন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ বাপ্পির বাসভবন ভাঙচুর করে। বিকাল ৪টার দিকে শাহ্বাজপুর ইউপি আওয়ামী যুবলীগের সভাপতি শাহ মো. কাইয়ুমের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও ‘মুক্তিযোদ্ধা যুব কমান্ড’- নামের অফিসটিও ভাঙচুর করা হয়েছে। রোকেয়া বেগম বলেন, আমার বাসভবনে এভাবে আগুন দিয়ে লুটপাট করা হলো। শুধু রাজনীতি নয় এর সঙ্গে স্থানীয় কিছু লোকের হিংসা ও ইন্ধন রয়েছে। এতে দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।