খেলা
যে কারণে পিছিয়ে গেল ‘এ’ দলের পাকিস্তান সফর
স্পোর্টস রিপোর্টার
৭ আগস্ট ২০২৪, বুধবারগতকাল সন্ধ্যার ফ্লাইটে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু বাংলাদেশের চলমান পরিস্থিতিতে এই সফর অন্তত ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা। সফরে দুটো চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। নামে ‘এ’ দল হলেও আদতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুটো টেস্ট ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সম্ভাব্য বেশ কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই দলেই। ‘এ’ দলের সিরিজে আছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহীম ও মুমিনুল হক সৌরভ। গত সপ্তাহে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচের জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষণা করেছিল তারা। পাকিস্তান সফরে বিজয়ের অধিনায়কত্বেই দ্বিতীয় চারদিনের ম্যাচটি খেলবেন হৃদয়। পরে তার নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলবেন বিজয়। পরবর্তী সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। অন্যদিকে ১৭ই আগস্ট জাতীয় দলের পাকিস্তান সফরেও যাওয়ার কথা রয়েছে। আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে।
এই সফরের জন্য চট্টগ্রামে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এনামুল হককে চারদিনের ও তাওহিদ হৃদয়কে একদিনের ম্যাচগুলোর জন্য অধিনায়ক করে ভিন্ন তিনটি দল ঘোষণা করেছিল বিসিবি।
চট্টগ্রাম থেকে ফিরে গত শনিবার ঢাকায় শুরুর কথা ছিল অনুশীলন পর্ব। তবে আবহাওয়াজনিত কারণে সেদিন শুধু ফিটনেস পরীক্ষা দেন ক্রিকেটাররা। পরে অনিবার্য কারণ দেখিয়ে বাতিল করা হয় রোববার ও সোমবারের অনুশীলন। ‘এ’ দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলেরও পাকিস্তান সফরের কথা রয়েছে। সব ঠিক থাকলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ই আগস্ট দেশ ছাড়বে তারা।