ঢাকা, ২০ জুলাই ২০২৫, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

চলে গেলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ থর্প

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৪, বুধবার
mzamin

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ গ্রাহাম থর্প মারা গেছেন। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২২ সাল থেকেই গুরুতর অসুস্থ ছিলেন থর্প। তার মৃত্যুতে শোক জানিয়ে ইসিবি লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, গ্রাহাম থর্প মারা গেছেন। গ্রাহামের মৃত্যুতে যে ধাক্কা আমরা খেয়েছি, সেটি প্রকাশের উপযুক্ত শব্দ নেই বলে মনে হচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্রিকেট বিশ্ব আজ শোকাহত। তার স্ত্রী অ্যামান্ডা, সন্তান, বাবা জিওফ এবং পরিবারের সকল সদস্য ও বন্ধুদের এই অকল্পনীয় কঠিন সময়ে আমরা সমবেদনা জানাই। ক্রিকেটের প্রতি অসাধারণ অবদানের জন্য আমরা সবসময় গ্রাহামকে স্মরণ করবো।’
১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেন থর্প। এ সময়ে ১৬টি সেঞ্চুরিসহ ৪৪.৬৬ গড়ে করেন ৬৭৪৪ রান। আর ৮২টি ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ২৩৮০ রান। এ ছাড়া প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২১ হাজার ও লিস্ট ‘এ’-তে করেন ১০ হাজারের ওপরে রান। অবসর নেয়ার পর কোচিংয়ে আসেন থর্প। ইংল্যান্ড জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন। ২০২২ সালের মার্চে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়। কিন্তু গুরুতর অসুস্থ থাকায় আর দায়িত্ব নিতে পারেননি।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status