ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ব্যাটে বলে উজ্জ্বল সাকিব, দলকে জিতিয়ে হলেন ম্যান অব দ্য ম্যাচ

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৪, বুধবারmzamin

মাঠের বাইরে অস্থিরতা, নিজের খারাপ পারফর্মেন্স নিয়ে বিতর্ক- কোনো কিছুই তাকে যেন ছুঁতে পারলো না। ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব জেতালেন দলকে, হলেন ম্যান অব দ্য ম্যাচ। দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর রানের দেখা পেয়েছেন সাকিব। বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে সোমবার সারে জাগুয়ার্সের বিপক্ষে ২ উইকেটে জিতেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসিগা। তবে মাঠ ছাড়ার সময় দর্শকদের রোষানলে পড়েন তিনি।
বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে সারে জাগুয়ার্স করে ১০৮ রান। বাংলা টাইগার্স লক্ষ্য ছুঁয়ে ফেলে ৩ বল বাকি থাকতে। ৩০ বলে ৪টি চার ও একটি ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন সাকিব। বোলিংয়ে ৪ ওভারে ২৪ রানে একটি উইকেট নেন তিনি। এ ছাড়া তিনটি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা তিনিই। সাকিবের মতো ৪ ওভারে ২৪ রানে একটি উইকেট নেন বাংলাদেশের আরেক ক্রিকেটার শরীফুল ইসলাম। সারে জাগুয়ার্সের ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন শরীফুল। বাঁহাতি এই পেসারের ৬ বলে কেবল ২ রান নিতে পারেন ব্র্যান্ডন ম্যাকমুলান। নিজের পরের ওভারের প্রথম তিন বলে শরীফুল বেঁধে রাখেন হামজা তারিককে। তবে শেষ তিন বলে হজম করেন দু’টি বাউন্ডারি। এই ওভারে দেন ৯ রান। পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম তিন বলে কোনো রান দেননি সাকিব। চতুর্থ বলে চার মারেন তারিক। পরের বলেই প্রতিশোধ নেন সাকিব, মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তারিক। নিজের দ্বিতীয় ওভারে আরেকটি বাউন্ডারি হজম করে সাকিব দেন ৭ রান। একটু পর মার্কাস স্টয়নিসকে ফেরাতে তিনি রাখেন বড় ভূমিকা। মিড অফ থেকে বেশ খানিকটা দৌড়ে ডাইভ দিয়ে বল মুঠোবন্দি করেন তিনি। সাকিব নিজের পরের ওভারে দেন কেবল ৩ রান। টানা চার ওভারের স্পেলে কোটার শেষ ওভারে একটি ছক্কা হজম করে তিনি দেন ১০ রান। শরীফুল চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে বিদায় করেন শ্রেয়াস মভাকে। এই ওভারে তিনি দেন কেবল ৩ রান। নিজের শেষ ওভারে দু’টি বাউন্ডারিতে ১০ রান দেন তিনি। রান তাড়ায় 
পঞ্চম ওভারে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। তৃতীয় বলে চার মেরে রানের দেখা পান তিনি। এরপর দ্রুত আরও দুই ব্যাটসম্যানকে হারায় বাংলা টাইগার্স। একটা পর্যায়ে সাকিবের রান ছিল ৯ বলে ৬। পরে তিনি ছক্কায় ওড়ান লেগ স্পিনার জুনাইদ সিদ্দিকীকে। চার মারেন ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইনকে। দলের দরকার যখন ১৮ বলে ২১, লোগান ফন বিকের ওভারে ডাবল নেয়ার পর টানা দু’টি বাউন্ডারি মারেন সাকিব। পরের বলেই অবশ্য তিনি আউট হয়ে যান স্কুপ করার চেষ্টায় কিপারকে ক্যাচ দিয়ে। তবে দলের জিততে সমস্যা হয়নি। আসরে ৬ ম্যাচে চতুর্থ জয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বাংলা টাইগার্স। জয়ের দিনে সাকিবকে দর্শক সারি থেকে চিৎকার দিয়ে কেউ একজন জিজ্ঞাসা করেন ‘সাকিব ভাই, পদ কি আছে না গেছে?’ সাকিব জবাব দেন, ‘গেছে’। মাঠ ছাড়ার সময় দর্শকদের রোষানলেও পড়েন ক্ষমতা হারানো এই আওয়ামী এমপি।

পাঠকের মতামত

Shakiber kono news publish korien na. Tar kono khobor janar kono icheche nai.

Hossain
৭ আগস্ট ২০২৪, বুধবার, ১০:৫৯ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status