প্রথম পাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
‘মার্চ টু ঢাকা’ আজ
স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২৪, সোমবারসরকার পদত্যাগের একদফা দাবিতে সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের সমন্বয়করা। ফেসবুকে তারা এই ঘোষণা দেন। এর আগে, মঙ্গলবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। পরিস্থিতি বিবেচনায় পরে তা একদিন এগিয়ে আনা হয়। এদিকে রাতে এক বার্তায় কর্মসূচিতে সব স্তরের মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে উল্লেখ করে বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের সংখ্যালঘুদের বাড়িঘরের নিরাপত্তা দেয়ারও আহ্বান জানানো হয়।
অবাস্তব কর্মসূচি সফল হবে কি ? তাই যেকোন কর্মসূচি দিবার আগে ভেবে চিন্তে দেওয়া উচিত।
মন্তব্য করুন
প্রথম পাতা থেকে আরও পড়ুন
প্রথম পাতা সর্বাধিক পঠিত
১
বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা/ আমেরিকায় বসে তুমি বেশি বুইঝো না আমি দেখতেছি
২