খেলা
ব্রাজিলের জয়, স্বর্ণজয়ের স্বপ্ন টিকে থাকলো মার্তা’র
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৩ অপরাহ্ন
অলিম্পিকে প্রথমবারের মতো স্বর্ণজয়ের হাতছানি ব্রাজিলিয়ান গ্রেট মার্তা’র সামনে। শনিবার নারীদের ফুটবলে ফ্রান্স-ব্রাজিল কোয়ার্টারফাইনালের ম্যাচ মার্তা’র দল জিতেছে ১-০ গোলে। ফ্রান্সের ন্যান্টেস শহরের স্টেড ডে লা বেউজোয়ারে হওয়া এই ম্যাচে মার্তা ছিলেন না দলে। আগের ম্যাচে তার লালকার্ড ছিল। এই ব্রাজিলিয়ান স্টারের এখন অপেক্ষা শুধু দুই ম্যাচের বাধা পেরোনোর।
এবারের অলিম্পিকে ফুটবলে যাদের ওপর সবচেয়ে বেশি দৃষ্টি ছিল মার্তা তাদের অন্যতম। ছয়বারের বর্ষসেরা নারী ফুটবলার মার্তা অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন অবশ্য প্রায় ভেঙে যেন যাচ্ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ব্রাজিলের হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান ফুটবলার। সেই ম্যাচের পর মার্তার অলিম্পিক স্বপ্ন শেষ হওয়ার আশঙ্কাও তৈরি হয়।
গ্রুপপর্বের তিন ম্যাচের দু’টিতে হেরেও গ্রুপে তৃতীয় সেরা হয়। কোনোভাবে শেষ আটের টিকিট পায় ব্রাজিল। যেখানে নিজেদের সেরা খেলোয়াড় মার্তাকে ছাড়াই ফ্রান্সের মুখোমুখি হয় ব্রাজিল এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে।
শেষ আটে খেলতে না পারলেও নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মঙ্গলবার শেষ চারে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন মার্তা। গ্রুপপর্বে ২-০ গোলে হারায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও। ব্যক্তিগতভাবে দারুণ সব অর্জনের মালিক হলেও এখনো অলিম্পিক কিংবা বিশ্বকাপের চূড়ান্ত শিরোপা জেতা হয়নি মার্তার। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকে জিতেছিলেন রৌপ্যপদক। ২০০২ সালে অভিষেকের পর থেকেই ব্রাজিল নারী দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন মার্তা।