ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

এখনই লেবানন ছাড়ুন, নাগরিকদের সতর্ক করলো আমেরিকা-বৃটেন

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৪ অপরাহ্ন

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ এবং সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে ‘উপলব্ধ যেকোনো টিকিটে’ নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা-বৃটেন। গাজায় হামাস বনাম ইসরায়েল যুদ্ধ কবে থামবে তার উত্তর এখনও অধরা। এর মাঝেই আগুনে ঘি পড়েছে ইরানের বুকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে। যার বদলা নিতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তেহরান!  বৈরুতের মার্কিন দূতাবাস নাগরিকদের উদ্দেশে জানিয়েছে, একাধিক বিমানসংস্থা ফ্লাইট বাতিল করেছে। অধিকাংশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এই অবস্থায় পছন্দ না হলেও যে টিকিট পাবেন তাতেই লেবানন ছাড়ার চেষ্টা করুন। একই ভাবে বৃটিশ সরকারও দ্রুত লেবানন ছাড়তে বলেছে নিজের দেশের নাগরিকদের। একটি বিবৃতিতে, বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বৃটিশ নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশটি ছেড়ে দেওয়া উচিত ‘যদিও বাণিজ্যিক বিকল্পগুলি উপলব্ধ থাকে’। 

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, উত্তেজনা বেশি এবং পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে।  যখন আমরা লেবাননে আমাদের কনস্যুলার উপস্থিতি জোরদার করার জন্য চব্বিশ ঘন্টা কাজ করছি, সেখানে বৃটিশ নাগরিকদের কাছে আমার বার্তা স্পষ্ট- এখনই চলে যান।' মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে  এক্স হ্যান্ডলে ভারতীয় নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাসও। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতির জন্যে ইসরাইলের সমস্ত ভারতীয় নাগরিককে সতর্ক থাকতে বলা হচ্ছে।

বিজ্ঞাপন
স্থানীয় প্রশাসনের নির্দেশ মতো যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।’ গত মঙ্গলবার বৈরুতে হিজবুল্লাহ কমান্ডোর ফুয়াদ শোকরকে হত্যা করে ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পরই আবার জানা যায়, হামাস প্রধান হানিয়েকেও তেহরানে হত্যা করা হয়েছে। এই দুটি ঘটনার পর ইরান এবং তারা যে সংগঠনগুলিকে সমর্থন করে তারা যে চুপ করে বসে থাকবে এমন ভাবার কোনও জায়গাই ছিল। বরং সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছে তারা। স্বাভাবিকভাবেই যুদ্ধের প্রহর গুনতে শুরু করেছে সকলে।

সূত্র : দা হিন্দু

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান/ সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status