খেলা
যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমিফাইনালে মরক্কো
স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২৪, রবিবারফুটবলে চমক ধরে রেখেছে মরক্কো। কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো পৌঁছে গেছে নতুন আরেক উচ্চতায়। অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলতে নেমে সেমিফাইনালে উঠেছে দলটি। পুরুষ ফুটবলের শেষ আটের লড়াইয়ে তারা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ক্লাব পিএসজি’র স্টেডিয়ামে শুক্রবার কোয়ার্টার-ফাইনালে শুরু থেকে আধিপত্য করে মরক্কো জিতেছে ৪-০ গোলে। সুফিয়ান রাহিমির ২৯তম মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ইলিয়াস আখোমাশ, আশরাফ হাকিমি ও এল মেহেদি। চমৎকার পারফরম্যান্সে ২০২২ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ে মরক্কো। অলিম্পিকসে অবশ্য অংশ নেয় অনূর্ধ্ব-২৩ দল, বেশি বয়সী তিন জন খেলার সুযোগ পান। ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কো খেলবে স্পেনের বিপক্ষে। আরেক কোয়ার্টার-ফাইনালে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বিজয়ীরা ৩-০ গোলে হারিয়েছে জাপানকে। স্পেনের জয়ের নায়ক ফের্মিন লোপেজ। ম্যাচে দুটি গোল করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। অন্য গোলটি করেন জিরোনার ফরোয়ার্ড আবেল রুইজ।