ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কুষ্টিয়ায় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
৪ আগস্ট ২০২৪, রবিবারmzamin

কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে শহরের সাদ্দাম বাজার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে তারা চৌরহাস মোড় প্রদক্ষিণ করে আবার মজমপুর রেলগেটে এসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। সে-সময় টহলরত পুলিশের গাড়ি দেখলেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে হাততালি দিতে থাকে। সেখানে কিছুক্ষণ স্লোগান দেয়ার পর মিছিলটি আবার সাদ্দাম বাজার মোড়ে এসে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে স্লোগান দেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার রাস্তা বিক্ষোভকারীদের দখলে থাকে। সে সময় জরুরি সেবা যানবাহনসহ এম্বুলেন্সগুলোকে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে রাস্তা ফাঁকা করে পার করে দেয়। বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণের জন্য আসলে কয়েকজন ছাত্রকে সন্দেহভাজন হিসেবে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে প্রায় ৩ ঘণ্টা বিক্ষোভ মিছিলের পর বেলা ২টার দিকে ছাত্র-ছাত্রীদের কর্মসূচি শেষ হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজুল হক জানান, সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে, ছাত্র হয়ে থাকলে তাদের ছেড়ে দেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status