ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে ৬ পরীক্ষার্থীর জামিন

নরসিংদী প্রতিনিধি
৪ আগস্ট ২০২৪, রবিবার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদী জেলা কারাগার, জেলা পরিষদ, পাঁচদোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি ৯টি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় নরসিংদী সদর থানা ও মাধবদী থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া ৬জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। তাদের পক্ষের আইনজীবীরা আদালতে জামিনের দরখাস্ত দাখিল করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। শুক্রবার নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে শুনানি শেষে শিক্ষার্থীদের এই জামিন মঞ্জুর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম জানান, সরকার চায় না শিক্ষার্থীদের শিক্ষাজীবন অকালেই ঝরে পড়ক। তাইতো সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে ওই সকল পরীক্ষার্থীর পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য কাগজপত্রসহকারে আদালতে জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তির বিষয়ে সরকার আইনি সহায়তা প্রদান করবেন। জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বালিগাঁও এলাকার নজরুল ইসলাম খোকনের ছেলে মিনহাজুল ইসলাম আব্দুল্লাহ, নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার মৃত আলমগীর মিয়ার ছেলে লিমন মিয়া, একই উপজেলার বিরপুর এলাকার মির্জা সিদ্দিকুর রহমানের ছেলে মির্জা সাদিকুর রহমান, টাউয়াদী এলাকার আতাউর রহমানের ছেলে সামিউল্লাহ সাকিব, রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার রতন ভূঁইয়ার ছেলে রাতুল ভূঁইয়া ও পলাশ উপজেলার সাব্বির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম। সামপ্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামপ্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করে তাদের জামিনে মুক্তি দিতে সরকার আইনি সহায়তা প্রদান করবেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status