ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

সমকামী, যৌনকর্মীদের রক্তদানের অধিকার ,মোদি সরকারের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৩ আগস্ট ২০২৪, শনিবার, ২:৫৪ অপরাহ্ন

mzamin

২০১৭ সালে সমকামী, রূপান্তরকামী এবং যৌনকর্মীদের রক্তদানে নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা দিয়েছিল ভারতের নরেন্দ্র মোদি  সরকার। নির্দেশিকায় বলা হয়েছিল, রূপান্তরকামী, সমকামী পুরুষ এবং নারী যৌনকর্মীরা রক্তদান করতে পারবেন না। কারণ হিসাবে রক্তে সংক্রমণের সম্ভাবনাকে তুলে ধরা হয়েছিল। তাই রক্তদানে উপযুক্তদের তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছিল। সরকারি ওই নির্দেশিকায় বলা হয়েছিল, রূপান্তরকামী, সমকামী পুরুষ এবং যৌনকর্মীদের রক্ত থেকে যৌনরোগ ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। সমকামী পুরুষ অর্থে পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক স্থাপনের (এমএসএম) উল্লেখ করা হয়েছিল ওই নির্দেশিকায়। এই তিন গোষ্ঠীর মানুষ কখনও রক্ত দিতে পারবেন না বলে জানানো হয় কেন্দ্রের নির্দেশিকায়। সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন সমাজকর্মীরা। ২০২১ সালেও এনিয়ে কেন্দ্রের কাছে জবাব তলব করেছিল শীর্ষ আদালত।  সমাজকর্মী তথা সাংবাদিক শরীফ ডি রঙ্গনেকার সুপ্রিম কোর্টে মামলা করেন। এর পর সেই মামলা   শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে ওঠে। মামলাকারী আইনজীবী ইবাদ মুসতাখ  আদালতে দাবি করেন, সমকামী পুরুষ এবং রূপান্তরকামীদের নিয়ে এই ধরনের ভাবনা প্রাচীন এবং অবাস্তব। ১৯৮০-র দশকে আমেরিকায় প্রচলিত ভাবনা থেকে প্রভাবিত হয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছিল। বিচারপতি এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস দিয়েছে। সেই সঙ্গে ন্যাশনাল এডস কন্ট্রোল অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকেও নোটিস দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের বক্তব্য নির্দিষ্ট সময়ের মধ্যে শীর্ষ আদালতকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : ডেকান হেরাল্ড

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status