অনলাইন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
আগামীকাল শনিবার (৩রা আগস্ট) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।
তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো।
অবিলম্বে ছাত্রছাত্রীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারকে আহবান জানাই।
অসহযোগ আন্দোলোন ধারা কি কি?
সাব্বাস বীর ছাত্র মহাবীর। তোমরাই সত্য ন্যায়ের ফুটন্ত সৌরভ ভবিষ্যত বাংলায় গড়বে শান্তিরনীড়।
Step down killer n save our children