অনলাইন
রাস্তার ধারের দোকানে চটি সেলাই করেছিলেন রাহুল গান্ধি, সেই চটির দাম উঠল ১০ লক্ষ টাকা
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৫:৫৭ অপরাহ্ন
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সুলতানপুরে একটি মানহানির মামলার শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধি । রাস্তার ধারে জুতো সারাইয়ের একটি দোকান দেখে এগিয়ে যান। জুতো সারাইয়ের দোকানটি রাম চেটির । দৈনিক কত রোজগার রামের, জুতো সারাই শিখলেন কার কাছ থেকে, সংসারে কে কে আছে, সেই খবর নেন রাহুল। কথার ফাঁকে একটি চটি নিজের হাতে সেলাইও করেন তিনি। সেখান থেকে চলে গেলেও, পরে রামকে একটি সেলাই মেশিনও পাঠান। এতে জুতো সেলাইয়ের কাজ আরও সহজ হয়ে উঠেছে রামের। এই অবশ্য প্রথম নয়, এর আগেও কংগ্রেস নেতাকে একাধিকবার সাধারণ রেস্তোরাঁ কিংবা ছুতোর মিস্ত্রিদের তল্লাটে, কিংবা লরি চালকদের ডেরায় ঢুঁ মেরে তাঁদের সঙ্গে নেহাতই আড্ডা-গল্পে মজতে দেখা গিয়েছে। সেই একই রকম মেজাজে সুলতানপুরের রামের ঝুপড়িতেও ঢুঁ মেরেছিলেন রাহুল। যার জেরে ক্রমেই বাড়ছে রাহুলের সেলাই করা সেই চটির দাম।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া